Bus Fare might increase again as demanded by bus owners before Durga Puja

গোদের উপর বিষফোঁড়া, রিচার্জের পর বাড়ছে বাসের ভাড়া! বাস মালিকদের দাবিতে মাথায় হাত আমজনতার

নিউজশর্ট ডেস্কঃ স্কুল, কলেজ কিংবা অফিস সব ক্ষেত্রেই বাসকেই (Bus) যাতায়াতের মাধ্যম হিসেবে গ্রহণ করেন অনেকে। বঙ্গের বুকে রোজ অগুনতি যাত্রী বাসে চেপে নিজ গন্তব্যে পৌঁছন সাধারন মানুষ।উদাহরণ স্বরূপ হাওড়ায় নেবে গন্তব্য পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল বাস। তবে এবার এই বাস ভাড়া (Bus Fare) নিয়ে উঠে এল নয়া আপডেট।

সামনেই বাঙালির বড় উৎসব দুর্গা পুজো। আর হাতে মাত্র ৮৩ দিন বাকি। সেই পুজোর আগেই বাড়তে চলেছে বাস ভাড়া। মাত্র ১০ টাকা বা ২০ টাকা খরচ করে বাসে চেপে গন্তব্য যাওয়া যাবে না, পরিবর্তে দিতে হবে অতিরিক্ত বাস ভাড়া।

বাস ভাড়া নিয়ে নতুন আপডেট

সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে ১৫ বছরের পুরনো বাস রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের এই নিয়মের ফলে চিন্তায় পড়েছেন বহু বাস মালিক। এদিকে ১৫ বছরের পুরনো বাস বাতিল হলে রাস্তায় নতুন বাস নামাতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাড়বে বাস ভাড়া।

Howrah Bus Fare might increase

বাস মালিকদের কথায়, পেট্রোপণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাস ভাড়া না বাড়ানো হলে কোনও ভাবেই রাস্তায় নতুন বাস নামানো সম্ভব নয়। ইতিমধ্যেই বাস (Bus) মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসেসের তরফ থেকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও সচিব সৌমিত্র মোহনকে চিঠি দেওয়া হয়েছে। বাস ভাড়া বাড়ানোর দাবিতে সেই চিঠি লিখেছেন বাস মালিক সংগঠন।

আরও পড়ুনঃ ধারে কাছেও নেই কেউ! Jio, Airtel এর থেকে ১২০০ টাকা কমে ১৩ মাসের রিচার্জ প্ল্যান আনল BSNL

সেখানে বলা হয়েছে, বিগত কয়েক বছরে বেসরকারি বাসের খরচ অনেকটাই বেড়েছে। এর মধ্যে পুরনো বাস বাতিলের নির্দেশ আসায় নতুন করে রাস্তায় বাস নামানো চাপের হয়ে যাচ্ছে। সব মিলিয়ে, এক বছরের খরচ ১৭ লক্ষ টাকা। সেই কারণে বাস ভাড়া যদি বাড়ানো না হয় তাহলে কোনও ভাবেই নতুন বাস নামানো সম্ভব হবে না বলে জানানো হয়েছে। যদি সত্যিই এমনটা হয় তাহলে বড়রকমের সমস্যার মুখে পড়বেন নিত্যযাত্রীরা।

সম্প্রতি লিটার পিছু জ্বালানির দাম প্রায় ৩০ টাকা বেড়েছে। সেই সঙ্গেই বৃদ্ধি পেয়েছে পুলিশ জরিমানা। ১০০ টাকা থেকে বেড়ে তা ৫০০ টাকা হয়েছে। সেই সঙ্গেই বিশেষ ক্ষেত্রে জরিমানার অঙ্ক ৮০০ টাকার বদলে ৫,০০০ টাকা হয়েছে। এমনকি বাসের দূষণ সম্বন্ধিত কাগজ বের করার খরচও হয়ে গিয়েছে ৫০০০ থেকে ১০,০০০ টাকা। সেই কারণে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাস মালিক সংগঠন। তাঁদের সিদ্ধান্ত যদি না মানা হয়, তাহলে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বাস মালিকেরা।

Avatar

Koushik Dutta

X