Women's Business

Papiya Paul

Women’s Business: বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই ইনকাম করুন প্রচুর টাকা, এই ৩ ব্যবসা করবে ‘মালামাল’

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেখানে একজন মানুষের পক্ষে সংসার চালানো দুষ্কর হয়ে উঠছে। আর তাই পরিবারের কর্তার সুবিধার কথা ভেবে বহু মহিলারা এখন বিভিন্ন কাজে নেমে পড়েছেন। অনেকে আবার চাকরি না করে বাড়িতেই কিছু ছোট ব্যবসা করার পরিকল্পনা শুরু করছেন যাতে অর্থ উপার্জনের পাশাপাশি পরিবারকেও সামলানো যায়।

   

আজকের এই প্রতিবেদনে বাড়ির গৃহবধূদের জন্য ঘরে বসে অর্থ উপার্জন হয় এমন তিনটি বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে জানাবো।

১) মহিলারা সাধারণত রান্না করতে খুবই ভালোবাসেন। তাই নিজেদের ঘরের রান্নাটাকে যদি আরেকটু সুন্দরভাবে সুস্বাদু করে বাইরে আনা যায় তাহলে সেক্ষেত্রে দু পয়সা অর্থ উপার্জন হবে। আপনি নিজের বাড়িতে রান্না করেই সেই খাবার বিভিন্ন অফিসে কিংবা বৃদ্ধ মানুষের কাছে হোম ডেলিভারি করতে পারেন। এক্ষেত্রে আপনার ব্যবসার জনপ্রিয়তা বাড়লে প্রত্যেক মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা উপার্জন করা যেতে পারে।

আরও পড়ুন: Bhutan: একবারে ফ্রি’তে ঘুরতে পারবেন ভুটান! জেনে নিন কিভাবে বিনামূল্যে ঘোরা যাবে ৭ দিন?

২) এছাড়া আচার তৈরীর ব্যবসাও একটি অত্যন্ত লাভজনক ব্যবসার মধ্যে পড়ে। যেকোনো ঋতুতেই আচারের চাহিদা খুব বেশি থাকে। তাই আচার তৈরি করে মহিলারা সেগুলো অনলাইন এবং অফলাইনে যদি বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই এই ব্যবসার মাধ্যমে মোটা অংকের টাকা উপার্জন হবে।

৩) এর পাশাপাশি এখন ডিজিটাল যুগে ফুড ব্লগিং করেও প্রচুর অর্থ উপার্জন করা যায়। এক্ষেত্রে ভালো ইন্টারনেট ব্যবস্থা থাকলেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে রান্নার ভিডিও তৈরি করে সেগুলো অনলাইনে প্রকাশ করলে সে তার থেকেও মোটা টাকা উপার্জন হয়। অর্থাৎ এইসব কাজের ক্ষেত্রে আর আপনাকে বাইরে বেরোতে হবে না। নিজের বাড়িতে বসেই পরিকল্পনামাফিক ব্যবসা এগোতে পারলে মোটা টাকা উপার্জন হবে।