Bhutan

Papiya Paul

Bhutan: একবারে ফ্রি’তে ঘুরতে পারবেন ভুটান! জেনে নিন কিভাবে বিনামূল্যে ঘোরা যাবে ৭ দিন?

নিউজশর্ট ডেস্কঃ উত্তপ্ত গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই সময় পাহাড়ে বা ঠান্ডা পরিবেশে ঘুরতে থেকে পছন্দ করেন সকলে। তাই ইতিমধ্যেই বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েছেন। আপনিও যদি কোথাও ঘুরতে যাবার প্ল্যান করে থাকেন। তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। আপনি এই সময়ে ভুটান(Bhutan) ঘুরতে যেতে পারেন। কারণ এবার ভুটানে ঘুরতে যেতে খরচ হবে না এক টাকাও।

   

চলুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ৭ দিনের জন্য পরিবারের ৪ সদস্যকে নিয়ে বিনামূল্যে ঘুরতে পারবেন ভুটান। শুনতে অবাক লাগলেও বিমান ভাড়া, যাতায়াতের খরচ এবং খাওয়া-দাওয়ার জন্য এক টাকাও খরচ হবে না। এবার নিশ্চয়ই ভাবছেন এটা কি করে সম্ভব? সম্পূর্ণ বিনামূল্যে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা? চলুন তাহলে এই বিষয়ে আরো খোলসা করে আপনাদেরকে জানানো।

ধরুন, চারজনের ভুটান শহরের জন্য দিল্লি থেকে বাগডোগরা ফ্লাইটে সব থেকে সস্তায় যেতে গেলেও একেকজনের খরচ পড়বে ৬৩৮৯ টাকা। তাহলে চারজনের জন্য একেবারে রাউন্ড ট্রিপ বিমান ভাড়া হবে ৫১,১১২ টাকা। এরপরে এয়ারপোর্ট থেকে ৯ কিমি দূরের শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ফুনসেলিং-এর বাস নিতে হবে। এক্ষেত্রে এক একজনের ভাড়া প্রায় ২৫০ টাকা। অর্থাৎ আসা যাওয়া হিসেবে এক্ষেত্রে ভাড়া লাগবে ২০০০ টাকা।

আরও পড়ুন:  RBI: বাজারে ১০ টাকার নোটের বড়ই অভাব! বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিল RBI

এরপরে থিম্পুতে যদি ৩ হাজার টাকার হোটেল নিয়ে ৭ দিনের জন্য থাকা হয় তাহলে খরচ হবে ২১ হাজার টাকা। এছাড়া প্রত্যেক দিনে খরচ কম করেও ৫ হাজার টাকা করে ধরে নিলে সাতদিনে ৩৫ হাজার টাকা। মোট খরচ হচ্ছে প্রায় ১.০৯ লক্ষ টাকা। এবার আসল কথায় আসা যাক ভুটানে জলের দরে সোনা বিক্রি হয়।

ভুটানের আইন অনুযায়ী প্রত্যেক ভারতীয় পুরুষ ২০ গ্রাম এবং মহিলারা ৪০ গ্রাম সোনা কিনতে পারে। ভারতীয় হিসেবে ভুটানের ১০ গ্রাম সোনায় লাভ হবে প্রায় ২১৩৯২ টাকা। এর ফলে আপনি ভুটান থেকে ৬০ গ্রাম সোনা কিনলে প্রায় ১২৮৩৫২ টাকা লাভ পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি খরচের টাকা সরিয়ে রাখেন তাহলেও প্রায় ২০ হাজার টাকা মতো আপনার অতিরিক্ত লাভ থাকবে। আর এভাবেই আপনি ভুটান সফর করতে পারবেন একেবারেই বিনামূল্য।