নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে আট থেকে আশি সকালেরই মুঠোয় বন্দি একটা করে স্মার্টফোন। তবে বাজারে মোবাইলের চাহিদা বৃদ্ধির সাথে সাথে গ্রাহকদের আকর্ষণ বাড়ছে আইফোন কেনার দিকে। কিন্তু অনেক দামের জন্য সাধ পূরণ হয়ে ওঠে না বেশিরভাগ মানুষেরই। তবে এবার ভারতীয়দের আইফোন (iphone) কেনার এক দারুন সুযোগ দিচ্ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিও।
সম্প্রতি জিও মার্টের (Jio Mart) তরফে দেওয়া হচ্ছে এক দুর্দান্ত ডিসকাউন্ট অফারম।তাই খুব কম দামেই এবার থেকে কিনতে পারবেন নামি মোবাইল সংস্থা অ্যাপেলের iphone। তাই যারা অনেকদিন ধরেই অ্যাপেলের আইফোন কেনার কথা ভেবে চলেছেন এবার তাদের জন্যই এক সুবর্ণ সুযোগ দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। আসুন এই বিষয়ে জানা যাক বিস্তারিত।
এমনিতে বেশ কিছুদিন ধরেই ট্রেন্ডে রয়েছে অ্যাপেলের আইফোন ১৫ (iphone 15)। এখন এই মবাইলের দাম এক ধাক্কায় নেমে গিয়েছে অনেকটাই। তাই কেউ চাইলে এই বাম্পার অফারকে কাজে লাগিয়েই কিনে নিতে পারেন সাধের আইফোন ১৫। আসলে দুর্দান্ত ফিচার সম্পন্ন এই আইফোন কেনার ওপরে এখন আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে জিও মার্ট। শুনতে অবাক লাগলেও এখন এই আইফোন ১৫-এর দাম এতটাই কমে গিয়েছে যে এটি শাওমির (Xiami) ফোনের দামেই কিনতে পারবেন যে কেউ। এছাড়াও এখন এই ফোন অনলাইনে কিনলেও বিশাল ছাড় পাওয়া যাবে।
সদ্য লঞ্চ হওয়া এই ফোনটিতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। এই ফোনের এমআরপি ৭৯,৯০০ টাকা। জিও মার্ট থেকে এই মোবাইল কেনার ওপর এখন থাকছে ১১% ছাড়। সেক্ষেত্রে দাম হচ্ছে ৭০,৯০০ টাকা। এ ছাড়া পাওয়া যাবে কার্ডের অফারও। এইচডিএফসি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে সরাসরি ৬ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও থাকছে ইএমআই ট্রানজাকশনের অফার।
আরও পড়ুন: মাত্র ১৫ হাজার টাকাতেই কিনুন ‘মাইলেজ কিং’! হিরোর এই বাইকে রয়েছে মাথা ঘোরানো ফিচার্স
এই মোবাইল ফোনে ১ বছরের ওয়ারেন্টি থাকবে। মোবাইল কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, সব মিলিয়ে ৬৫ হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন। অর্থাৎ ফোনটির দাম এখন শাওমির স্মার্টফোনের মতোই ।
এবার জানা যাক শাওমির কোন ফোনটি এত দামে পাওয়া যায়। এখানে বলে রাখি Xiaomi 13 Pro 5G 256 GB, 12GB RAM এমনই একটি প্রিমিয়াম স্মার্টফোন যার দাম অনেক বেশি। এই মোবাইলের দামই হল ৭৪,৯৯০ টাকা। অর্থাৎ এই ফোনটি আইফোন ১৫-এর থেকেও বেশি দামি। তাই এখন অধিকাংশ মানুষই এই আইফোন ১৫ খুব পছন্দ করছেন। কেউ চাইলে এই মোবাইল অনলাইনেও অর্ডার করতে পারেন।