Business Idea

Papiya Paul

Business Idea: ব্যবসার জন্য একবার কিনুন এই মেশিন, প্রতিদিন আয় হবে ২০০০-২৫০০ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ ভারত হলো বৈচিত্রের দেশ। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ বসবাস করেন। আর বহু মানুষের অর্থ উপার্জনের পদ্ধতিও আলাদা। কেউ যেমন চাকরি করেন। কেউ ব্যবসার(Business) কাজ করেন। কেউ আবার মাটির জিনিস তৈরি করেন। কেউ কাঠের জিনিসপত্র তৈরি করেন। এরকম নানা কাজ করে থাকেন। আপনিও যদি চাকরির পরিবর্তে ব্যবসা করে অর্থ উপার্জন করতে চান তাহলে আজকে আপনার জন্য একটি ব্যবসার আইডিয়া(Business Idea) সম্পর্কে জানানো হলো।

   

এই মুহূর্তে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। কারণ এই প্লাস্টিক একজন ব্যক্তির স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে। এখন বিভিন্ন বিয়ে বাড়িতে বা যে কোন অনুষ্ঠানে চা, জল খাবার, কিংবা জলের জন্য কাগজের তৈরি পাত্র ব্যবহার করা হচ্ছে। এছাড়া বহু মানুষই দৈনন্দিন জীবনেও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিয়েছে। তার পরিবর্তে কাগজের তৈরি জিনিসপত্র ব্যবহার করছে।

আর এর ফলে এই ধরনের জিনিসের চাহিদা বাড়ছে। তাই আপনিও যদি এই কাগজের জিনিসপত্র তৈরির ব্যবসা করেন তাহলে এর থেকে মোটা টাকা রোজগার করতে পারেন। এক্ষেত্রে কমপক্ষে ১০০ বর্গফুট জায়গার প্রয়োজন হয়েছে। আর নিজের যদি বাড়ি না থাকে তাহলে প্রথমে জায়গা ভাড়া নিতে হবে। এর সাথে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা থাকা ও বাধ্যতামূলক।

আরও পড়ুন: Business Idea: ভারতীয় রেলে কাজের সুযোগ, ৩৯৯৯ টাকা দিয়ে এই ব্যবসা করলে মাসে কামাবেন ৮০ হাজার টাকা!

আর কাগজের কাপ তৈরি করার জন্য একটি মেশিন কিনতে হবে। বাজারে বিভিন্ন মানের বিভিন্ন দামের মেশিন রয়েছে। আপনি আপনার বাজেট অনুযায়ী মেশিন কিনবেন। এছাড়া এই ব্যবসা শুরু করার আগে আপনাকে লাইসেন্স এবং ট্যাক্সেশন করে নিতে হবে। এরপর মেশিনের সাহায্যে কর্মচারী দিয়ে কিংবা আপনি নিজেও এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করতে পারেন।

এরপর সেগুলো সঠিকভাবে প্যাক করে বিভিন্ন দোকানে বিক্রি করলেন। সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে প্রত্যেকদিন ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত রোজগার হতে পারে। অর্থাৎ মাসে কমপক্ষে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন, আপনার ব্যবসা যত বাড়বে আপনার উপার্জন তত বাড়বে।