নিউজশর্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতের মার্কেটে আসতে চলেছে BYD-র তৃতীয় ইলেকট্রিক গাড়ি(Electric Car)। জানা গিয়েছে এই গাড়িটির নাম হতে পারে Seal ই-সেডান। এই গাড়িটি আগামী ৫ই মার্চ লঞ্চ করবে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসের দিল্লির অটো এক্সপোতে Seal EV প্রথম আত্মপ্রকাশ করেছিল। আর এবার এক বছর পর নতুন আরেকটি মডেল লঞ্চ হতে চলেছে।
BYD SEAL EV-এর ডিজাইন:
এটির প্রিমিয়াম লুকস এবং সফট টাচ ম্যাটেরিয়াল সহ মার্কেটে এসেছে। এই গাড়ির ১৫.৬ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোর্টেনমেন্ট সিস্টেম যা পছন্দ মত রোটেট করা সম্ভব হয়। এর পাশাপাশি ড্রাইভারের জন্য থাকছে ১০.২৫ ইঞ্চির আরো একটি ডিসপ্লে। এছাড়া হেড আপ ডিসপ্লে এবং দুটো আলাদা ওয়্যারলেস চার্জিং প্যাড থাকবে এই গাড়িতে।
এই মডেলটি ব্লেড ব্যাটারি টেকনোলজি সহ থাকছে। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটি দু ধরনের ব্যাটারি অপশনে পাওয়া যায়। প্রথমত, ৬১.৪ কিলোওয়াট আওয়ার অর্থাৎ একটি চার্জে ই ৫৫০ কিমি পর্যন্ত অতিক্রম করতে পারে। আর দ্বিতীয়ত ৮২.৫ কিলোওয়াট আওয়ারের যাতে এক চার্জেই ৭০০ কিমি যেতে পারবে।
আরও পড়ুন: পেট্রোল, ডিজেল নয়, গাড়ি চলবে সূর্যের আলোতে, মার্কেট কাঁপাতে আসছে ভারতের প্রথম ‘সোলার কার’
সুরক্ষার প্রসঙ্গে এই গাড়িতে থাকছে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, বেল্ট প্রিটেনশনার্স, বেল্ট লোড লিমিটারস, সাইড এয়ার ব্যাগ, সেন্ট্রাল এয়ার ব্যাগ, আইসোফিক্স চাইল্ড সিট মাউন্ট, এয়ার ব্যাগ কাট অফ সুইচ এবং সিট বেল্ট রিমাইন্ডার। এই গাড়িটি ইউরো এনক্যাপ ক্র্যাশ টেস্টে ৫ স্টার যুক্ত সেফটি রেটিং পেয়েছে
সম্ভাব্য দাম: এই গাড়িটির ভারতীয় সংস্করণের ক্ষেত্রে অতি শক্তিশালী ডুয়েল মোটর ব্যবহার করা হতে পারে।। এই গাড়িটি সর্বোচ্চ ৫২৩ বি এইচ পি ক্ষমতা সম্পন্ন যা মাত্র ৩.৮ সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে একশো কিলোমিটার পার ঘণ্টা গতিবেগ অর্জন করতে পারে। এই গাড়িটির সম্ভাব্য দাম এক্স শোরুম হিসাবে ৬৫ থেকে ৭০ লাখ টাকা হতে পারে।