পার্থ মান্নাঃ আরজি কর কাণ্ডের জেরে এমনিতেই পুজোর আনন্দ কিছুটা ফিকে। তবে এরইমাঝে জয়নগরে নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা রীতিমত শিহরিত করেছে রাজ্যবাসীকে। নির্যাতিতার দেহের ময়নাতদন্ত কেন্দ্রীয় হাসপাতালে হোক এমনটাই চেয়েছিল পরিবার। কিন্তু প্রথমে কমান্ড হাসপাতাল অসুবিধার কথা জানায়, এরপর কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হলে জানা যায় সেখানে নাকি ময়নাতদন্ত করার মত পরিকাঠামোই নেই। শেষমেশ কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হয়। কিন্তু প্রশ্ন হল AIIMS এর মত হাসপাতালে কেন থাকবে না ময়নাতদন্ত করার পরিকাঠামো? এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
একটা কেন্দ্রীয় হাসপাতাল হয়েও কেন ময়নাতদন্তের করার মত পরিকাঠামো নেই? কি লাভ হচ্ছে AIIMS থেকে যেখানে রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য বাইরে বা দক্ষিণ ভারতে যেতে হচ্ছে? এদিন হাইকোর্টে বিচারপতি কেন্দ্রের আইনজীবীকে প্রশ্ন করেন, কতগুলি অপারেশন থিয়েটার আছে কল্যাণী এইমসে? নাকি সেটাও নেই? যে হাসপাতালে এমবিবিএস কোর্স পোড়ানো হচ্ছে সেখানে ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়াই ডাক্তার হয়ে যাচ্ছে?
এদিন করতে বিচারপতি নিজে বিস্ময় প্রকাশ করে বলেন, দিল্লির মত নাই হোক অন্তত ঋষিকেশ এইমসের মত পরিকাঠামো তো তৈরী করতে হবে। তারপরেই তিনি নির্দেশ দেন দ্রুত পরিকাঠামো তৈরির কাজ শুরু করতে হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে কল্যাণী এইমসে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে যা অনুমোদন প্রয়োজন তা দিয়ে দিতে হবে। কোনো প্রকার বাঁধা ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও নিম্ন আদালতে অভিযুক্ত যুবকের হয়ে কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন কি না সেটাও জানতে চাওয়া হয়। কারণ যদি সেটা না হয় তাহলে ভবিষ্যতে সেটা সমস্যা হতে পারে। তাই রাজ্যকে এই বিষয়টা দেখতে হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক নবম শ্রেণীর নাবাকিলাকে ধর্ষণ করে খুন করা হয়। পুলিশ তদন্তে নেমে দেখতে পায় এক যুবকের সাথে সাইকেলে যাচ্ছিল নাবালিকা। তাকে ইতিমধ্যেই ধরা হয়েছে। এদিকে মেয়েটির ময়নাতদন্তের দাবি করা হলে প্রথমে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের তরফ থেকে কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি করা হলে কল্যাণী এইমসে দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জানা যায় কেন্দ্রীয় হাসপাতাল হলেও সেখানে নাকি ময়নাতদন্তের মত পরিকাঠামোই নেই। সেই কারণেই বিচারপতি এদিন দ্রুত পোস্টমর্টেম করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।