Arijit

অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড দেখে লজ্জা পাবে ধোনি-কপিল দেবও, দেখুন কোহলির পরিসংখ্যান

একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। এমনকি ভারতকে যে দুজন অধিনায়ক বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন সেই কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির থেকেও অনেক গুনে ভালো কোহলির পরিসংখ্যান। তার সত্ত্বেও এত কম বয়সে অধিনায়কত্ব থেকে সরতে হল বিরাট কোহলিকে। বলা ভালো অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাকে।

   

একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে 95 টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়ে 65 টি ম্যাচে জিতেছেন অধিনায়ক বিরাট কোহলি। হেরেছেন 27 টি ম্যাচ এবং ড্র হয়েছে তিনটি ম্যাচ। কোহলির জয়ের শতকরা হার 70.43। এখনো পর্যন্ত যে সমস্ত অধিনায়ক ভারতকে অন্তত দশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তাদের সবার থেকে কোহলির এই পরিসংখ্যান অনেক বেশি।

অধিনায়কত্বের পাশাপাশি একজন অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটের ব্যাট হাতেও সবচেয়ে সফল বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে কোহলির ব্যাটিং গড় 72.65। এখনো পর্যন্ত যে সমস্ত অধিনায়ক আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দেশকে অন্তত 75 টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তাদের সবার থেকে এগিয়ে বিরাট কোহলি। এছাড়া অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে 21 টি শতরান রয়েছে কোহলির, যা এখনকার দিনের ক্রিকেটারদের কাছে স্বপ্নের মতন।

এছাড়াও বিরাট কোহলি নেতৃত্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঐতিহাসিক একদিনের সিরিজ জিতেছে ভারত। দ্বিপাক্ষিক সিরিজে 19 টির মধ্যে 15 টি ম্যাচ জিতেছে কোহলি। কোন আইসিসি টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করতে না পারলেও 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং 2019 সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল ভারত।

এতো ভালো পরিসংখ্যান থাকার সত্ত্বেও ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব থেকে এত কম বয়সে সরতে হল বিরাট কোহলিকে। শুধু সরতে হল বললে ভুল হবে, যা খবর পাওয়া যাচ্ছে তাতে নির্মম ভাবে বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছে বিসিসিআই।