Special Train

anita

Special Train: গরমের ছুটিতে দারুণ হুল্লোড়, চালু হল হাওড়া থেকে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন!

নিউজ শর্ট ডেস্ক: গরমের ছুটিতে (Summer Vacation) ব্যাগ পত্র গুছিয়ে সকলেই ছুটছেন পাহাড়ে। তাই এই  ছুটিতে ট্রেনের কনফার্ম টিকিট পেতেই কালঘাম ছুটছে সকলেরই। তাই ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণের সাধ মিটাতেই এবার স্পেশাল ট্রেন (Special Train) চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ।

   

জানা যাচ্ছে হাওড়া থেকেই ছাড়বে এই স্পেশাল ট্রেন। এমনিতেই এবার দক্ষিণবঙ্গে রেকর্ড গরমের জন্য স্কুল গুলিতে ছুটি পড়ে গিয়েছে অনেক আগেই। তাই এই ছুটিতেই সবাই ছুটছে পাহাড়ের দিকে। তাই আগে থেকে টিকিট কাটা না থাকলে কিন্তু  ট্রেনের আরামদায়ক সস্তার ভ্রমণ করা সম্ভব নয়।

তবে দক্ষিণবঙ্গ বাসীদের সুবিধার্থে এবার রেলের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া গল। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি (NJP) থেকে হাওড়া রুটে দুটি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। সপ্তাহে একদিন করে ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি।

গরমের ছুটি,Summer Vacation,স্পেশাল ট্রেন,Special Train,ভারতীয় রেল,Indian Railways,Howrah,হাওড়া,NJP,এনজিপি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

রেলসূত্রে খবর, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আগামী ২৬ জুন পর্যন্ত এই পরিষেবা দেবে এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্পেশ্যাল ট্রেনটির পরিষেবা মিলবে আগামী ২৭ জুন পর্যন্ত। জানা যাচ্ছে  ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড সহ মোট ৯ টি স্টেশনে স্টপেজ দেবে এই ট্রেন গুলি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার কি কি সুবিধা জানেন? কারা পাবেন বিনামূল্যে সোলার প্যানেলের সুবিধা?

গরমের ছুটি,Summer Vacation,স্পেশাল ট্রেন,Special Train,ভারতীয় রেল,Indian Railways,Howrah,হাওড়া,NJP,এনজিপি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রত্যেক সপ্তাহের বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে হাওড়া রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে ০৩০২৭ -এর স্পেশ্যাল ট্রেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। অন্যদিকে, ০৩০২৮ স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে আরও একটি  ট্রেন। আর এই ট্রেনটি হাওড়া স্টেশনে এসে পৌঁছবে শুক্রবার ১২টা ১০ মিনিটে।