Unique Business Idea

Unique Business Idea: একগাদা খরচ নেই, শুধু এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, লাভের অঙ্ক দেখলে ঘুরবে মাথা

নিউজশর্ট ডেস্কঃ চাকরির পরিবর্তে ব্যবসা(Business) করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন সকলেই। তবে যে কোনো ব্যবসা হঠাৎ করে শুরু করলে লাভের বদলে লোকসান বেশি হবে। তাই যে ব্যবসার মার্কেটে চাহিদা রয়েছে, সেই ব্যবসা শুরু করা উচিত। আজকের এই প্রতিবেদনে এমনই একটি লাভজনক ব্যবসার( Unique Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে দেশে অনলাইন শপিং করার প্রবণতা খুব বৃদ্ধি পেয়েছে।

তাইকার্টন(Carton) বাক্সের বা কার্ডের বাক্সের চাহিদাও বেড়েছে। আর তাই এই ধরনের ব্যবসা যারা করছে তারা প্রচুর টাকা আয় করতে পারছেন। চলুন আজকের এই প্রতিবেদনে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বাজারে যেহেতু এই ব্যবসার চাহিদা খুব বেশি, তাই এই ব্যবসা করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে ব্যবসা শুরু করতে হবে।তাহলেই আপনি লোকসানের বদলে প্রচুর টাকা লাভ করতে পারবেন।

যেকোনো ছোটখাটো ইলেকট্রনিক আইটেম, মোবাইল, জামা কাপড়, কসমেটিক্স বা অন্যান্য যে কোন পণ্য প্যাকেজিং-এর জন্য এখন এই কার্ডবোর্ডের বাক্সই ব্যবহার করা হচ্ছে। অনলাইন শপিং-এর প্রবণতা যত বৃদ্ধি পাচ্ছে তত এই কার্ডবোর্ড-এর ব্যবসা ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। বিভিন্ন কোম্পানিগুলো তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং আকার সিলেক্ট করে সেরকম কার্টন তৈরি করার অর্ডার দেয়। তবে মনে রাখবেন এই ব্যবসা শুরু করতে গেলে আপনার প্রায় ৫,৫০০ বর্গফুট জায়গা লাগবে। এর সাথেই ব্যবসা শুরু করার আগে MSME রেজিস্ট্রেশন বা উদ্যোগ আধারে রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুন: Business Idea: প্রতিদিন ১ লাখ টাকা রোজগার করতে চান? এই ব্যবসাগুলো করলে রোজ কামাবেন লাখ টাকা

তাহলে আপনি প্রয়োজন হলে সরকারের থেকে সাহায্য নিতে পারবেন। এছাড়াও এই ব্যবসা শুরু করার আগে কারখানার লাইসেন্স পলিউশন সার্টিফিকেট এবং জিএসটি রেজিস্ট্রেশনের নম্বর প্রয়োজন হবে। তাই এই ব্যবসা শুরু করার আগে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে জেনে নিতে হবে। তাহলেই আপনি সফলভাবে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রথমে আপনাকে একটি কারখানা স্থাপন করতে হবে।

তারপর সেই কারখানাতে কার্টন তৈরি করতে হবে। এখানে কার্টন প্রস্তুত করার জন্য কাঁচামাল ছাড়াও বিভিন্ন মেশিন কেনার জন্য প্রচুর টাকা লাগবে। এই আধা স্বয়ংক্রিয় মেশিন কিনতে খরচ পড়বে প্রায় ২০ লাখ টাকা। আর আপনি যদি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন কেনেন তাহলে আরও বেশি টাকা লাগবে। এর সাথেই ভালো মানের ক্রাফট পেপার কিনতে হবে। এছাড়া হলুদ স্ট্রবোর্ড, আঠা, সেলাইয়ের তার লাগবে। একবার বেশি টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারলে আপনি প্রতি মাসে ৫ থেকে ৬ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

Papiya Paul

X