Papiya Paul

মুক্তির ১ দিন আগেই বিপদের মুখে ‘গাঙ্গুবাঈ’! সেন্সর বোর্ডের কাঁচিতে ৪ বিরাট পরিবর্তন আলিয়ার ছবিতে

আর ঠিক কয়েকঘন্টার অপেক্ষা তারপরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। একাধিকবার করোনা মহামারীর জন্য এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেছে। অবশেষে ২৫ শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট(Alia Bhatt) অভিনীত এই ছবি। যেখানে গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া নিজেই। এছাড়া ছবিতে শান্তনু মহেশ্বরী ও অজয় দেবগনকে দেখা যাবে।

   

এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী হল মুম্বাইয়ের কামাঠিপুরা। একসময় এখানে সর্দাররানী ছিলেন গাঙ্গুবাঈ। তার জীবন কাহিনী নিয়ে লেখক হুসেন জাইদি লিখেছিলেন, ‘মাফিয়া কুইন্স অফ মুম্বাই’। আর সেই বইটি অবলম্বন করে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। যদিও পরিচালকের বিগত ছবিগুলোর মত এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এই ছবির নাম নিয়েও যেমন বিতর্ক হয়েছে। তেমনি গাঙ্গুবাঈয়ের পরিবারের লোকেরাও এই ছবির বিরুদ্ধে গিয়েছিলেন।

তবে এখন সেসব আর নেই। কিন্তু শোনা যাচ্ছে, ছবি মুক্তির আগেই এই সিনেমার বেশ কিছু অংশের ওপর সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে। আর তাই এই সিনেমাটি মুক্তির আগেই চারটি বড়োসড়ো পরিবর্তন হয়েছে। শোনা যাচ্ছে, সেন্সরবোর্ডের নির্দেশ অনুযায়ী এই সিনেমায় একটি অশ্লীল সংলাপের বদলে তার জায়গায় ‘মাদারঝাট’ শব্দটি বসানো হয়েছে। এর সাথেই ৪৩ সেকেন্ড ও ১৭ সেকেন্ডের দুটো সংলাপ ও দৃশ্যের মধ্যেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।

এর পাশাপাশি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে নিয়ে ছবিতে রাখা একটি দৃশ্যের বিরাট পরিবর্তন করা হয়েছে। এই চারটি পরিবর্তনের ফলে ছবির সময়সীমাও বেশ কিছুটা কমে গিয়েছে। আর তার সাথে এই ছবিকে Central Board of Film Certification (CBFC), ‘UA’ ইউএ সার্টিফিকেট দিয়েছে। আর সার্টিফিকেট এর মাধ্যমে বর্তমানে সব বয়সের দর্শকেরা ছবি দেখতে পারবেন। বর্তমানে এই ছবির সময়সীমা গিয়ে দাঁড়িয়েছে ২ঘন্টা ৩৭মিনিটের মতো।