Adrit-Kaushambi

anita

Adrit-Kaushambi: কোথায় হচ্ছে আদৃত-কৌশাম্বির বিয়ে? বিলাসবহুল এই ভেন্যুর খরচ জানলে চমকে উঠবেন

নিউজ শর্ট ডেস্ক: হাতে গোনা আর মাত্র ক’দিন। আগামী মাসের শুরুতেই চার হাত এক হতে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) খ্যাত জনপ্রিয় সেলেব কাপল আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বি  চক্রবর্তীর (Kaushambi Chakraborty)। দেখতে দেখতে প্রায় এসেই গেল তাঁদের  শুভ পরিণয়ের দিন। এতদিনে সকলেই জেনে গিয়েছেন আগামী ৯ মে বাংলা বিনোদন জগতের এই জনপ্রিয় জুটি বসছেন বিয়ের (Marriage) পিঁড়িতে।

   

এই মুহূর্তে আদৃত-কৌশাম্বির এই বহু প্রতিক্ষীত বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। সকলেই তাকিয়ে রয়েছে তাঁদের বিয়ের দিকে।  বিশেষ করে তাঁদের বিয়ের ভেন্যু নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতুহল তুঙ্গে। প্রসঙ্গত অভিনয়ের সূত্রে কলকাতায় আসা-যাওয়া লেগে থাকলেও কৌশাম্বি  আদতে হাওড়ার মেয়ে।

জানা যাচ্ছে রামরাজাতলার এক নামী ব্য়াঙ্কোয়েটে তাঁদের জমকালো বিয়ের আসর বসবে। জানা যাচ্ছে এটি হাওড়া জেলার অন্যতম সেরা ব্য়াঙ্কোয়েট।  তবে এই ব্য়াঙ্কোয়েট বুক করার খরচ শুনলে অবাক হবেন। ভেন্যু,ডেকোরেশন এবং মেনু সবমিলিয়ে ৩০০ জনের জন্য এখানে খরচ হবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা।

Adrit-Kaushambi

খাবার মেনুর জন্য প্রত্যেক প্লেটে মাথাপিছু খরচ হবে হাজার থেকে বারোশো টাকা। তার মধ্যে এখানে শুধু নিরামিষ প্লেটেরই খরচ ১৫০০ থেকে ১৮০০ টাকা। কৌশম্বি আগেই জানিয়েছিলেন তাঁর  বিয়েতে তাঁর  প্রিয় খাবার বিরিয়ানি আর ফিশ ফ্রাই মাস্ট।  এছাড়া ভেন্যুর অন্দরমহলে ফুলের সাজ  থাকবে দেখার মতো।

আরও পড়ুন: TRP চার্টে বিরাট চমক! ফার্স্ট পজিশন নিয়ে দুই মেগার লড়াই, লিস্ট দেখলে তাজ্জব হবেন

Adrit Kaushambi

তবে কেউ চাইলে এই ডেকোরেশন নিজের পছন্দমত কাস্টমাইজ-ও  করাতে পারেন। তবে তার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আদৃত-কৌশাম্বির বিয়ের কার্ড। আর এবার প্রকাশ্যে এল তাঁদের  বিয়ের মেনু।  ৯ মে বিয়ের পর আগামী ১১তারিখেই বসছে নব দম্পতির রিসেপশন। যা অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ কলকাতার এক নামি ক্লাবের ব্য়াঙ্কোয়েটে। আপাতত সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিয়ের সাজে কেমন দেখতে লাগবে আদৃত আর কোশাম্বিকে তা দেখার জন্য।