নিউজশর্ট ডেস্কঃ এই প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। অনেকের বাড়িতে এসি থাকার জন্য কিছুটা স্বস্তি মিললেও যাদের বাড়িতে এসি নেই, তাদের কাছে সিলিং ফ্যানই(Celling Fan) ভরসা। তবে আপনারা কি জানেন সিলিং ফ্যান ভুল উচ্চতাতে রাখলে ভালো বাতাস পাওয়া যায় না।
অনেকেই এই বিষয়ে সঠিক তথ্য জানেন না, তাই প্রযুক্তিগত ত্রুটি রয়েছে বলে মনে করেন। সিলিং ফ্যানে বেশি হাওয়া পাওয়ার জন্য বেশ কিছু জিনিস জেনে রাখা জরুরী। এসির মতো সিলিং ফ্যানের ক্ষেত্রেও ঘরের মাপ অনুযায়ী সঠিক মাপের ফ্যান বসানো জরুরী।
সাধারণত সিলিং ফ্যান ২৯ থেকে ৫৪ ইঞ্চি পর্যন্ত আকারে আসে। তবে এর মধ্যে ৫২ ইঞ্চির ফ্যানগুলো বেশি জনপ্রিয়। ধরুন আপনার ঘরের আকার যদি ৭৫ বর্গফুট পর্যন্ত হয় তাহলে আপনার জন্য ২৯ থেকে ৩৬ ইঞ্চি সাইজের ফ্যান যথেষ্ট। আর যদি ঘরের আকার ৭৬ থেকে ১৪৪ বর্গফুট হয় তাহলে ৩৬ থেকে ৪২ ইঞ্চির ফ্যান উপযুক্ত হবে।
এর পাশাপাশি ঘরের আকার যদি ১৪৪ থেকে ২২৫ বর্গফুট হয়, তাহলে ৪৪ ইঞ্চি ফ্যান যথেষ্ট। আর ২২৫ থেকে ৪৯৯ ফুট পর্যন্ত ঘর হলে ৫০ থেকে ৫৪ ইঞ্চি ফ্যান যথেষ্ট। তাই ঘরের মাপ অনুযায়ী সঠিক মাপের ফ্যান এবং সঠিক উচ্চতায় ইন্সটল করলে ভালো ঠান্ডা বাতাস পাওয়া যাবে।
আর সিলিং ফ্যান ঘরের মাঝখানে বসানো উচিত। এছাড়া সিলিং ফ্যানটিকে মেঝে থেকে কমপক্ষে ৭ ফুট উপরে এবং দেওয়াল থেকে ১৮ ইঞ্চি দূরে থাকতে হবে। আর যদি ঘরের উচ্চতা অনেক বেশি হয় তাহলে ৮ থেকে ৯ ফুট ওপরে সিলিং ফ্যান বসালে ভালো হওয়া যাবে।