Central Bank of India Recruitment 2024 for 484 posts

Partha

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পাশেই সরকারি ব্যাঙ্কে ৪৫০ শূন্যপদ, এভাবে করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান বাজারে একটা ভালো চাকরি (Job) পাওয়া আর গুপ্তধন খুঁজে পাওয়া প্রায় সমান হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সরকারি চাকরি পাওয়ার জন্য চাতকপাখির মত চেয়ে রয়েছে চাকুরীপ্রার্থীরা তবে এবার সুখবর মিলল, মাধ্যমিক পাশেই সরকারি ব্যাঙ্কে চাকরির (Central Government Bank Job) সুযোগ। কোথায় কিভাবে করবেন আবেদন? সম্পূর্ণ জেনে নিন আজকের প্রতিবেদনে।

সরকারি ব্যাঙ্কে কর্মখালি 

   

যেমনটা জানা যাচ্ছে নতুন কর্মী নিতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক। অল্প স্বপ্প নয় প্রায় ৪৫০ এর মত শূন্যপদ রয়েছে। যোগ্যতা কি হতে হবে? কিভাবে আবেদন করতে হবে? সবটা নিচে বিস্তারিত জানানো হল।

মোট শূন্যপদের বিবরণ 

দুটি পদে নিয়োগ করা হবে একটি সাব স্টাফ ও আরেকটি সাফাই কর্মচারী। দুটি পদ মিলিয়ে মোট শূন্যপদ ৪৮৪টি।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্ট্রাল ব্যাঙ্কে কাজের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

কিভাবে আবেদন করতে হবে?

আবেদন করার জন্য প্রথমেই ব্যাঙ্কের অফিসিয়াল বেবসাটিই centralbankofindia.co.in এ চলে যেতে হবে। সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যথাযথ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।

আবেদন করতে কত টাকা লাগবে?

সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির জন্য অবদান করতে চাইলে একটি ফিস দিতে হবে। তবে বিভিন্ন ক্যাটেগরির ক্ষেত্রে সেটা আলাদা আলাদা। যদি জেনারেল ক্যাটেগরি হয় সেক্ষেত্রে আবেদনের জন্য ৮৫০ টাকা দিতে হবে। আর SC, ST বা OBC দের জন্য ফি ১৭৫ টাকা।

আবেদনের শুরু ও শেষ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ শে জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামী ২৭শে জুন পর্যন্ত আবেদন করা যাবে। তবে এর আগেও যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে তাঁরা এই সময়ের মধ্যে এডিট করতে পারবেন।

কিভাবে প্রার্থী বাছাই হবে?

  • প্রথমেই আবেদনকারীকে অনলাইন পরীক্ষার মাধ্যমে জিগের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই পরীক্ষা নেবে IBPS বা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন।
  • এরপর সেন্ট্রাল ব্যাঙ্ক একটি পরীক্ষা নেবে। দুই পরীক্ষা মিলিয়ে যা নম্বর হবে তা দিয়েই তৈরী হবে মেধাতালিকা।
  • অনলাইন পরীক্ষায় নূন্যতম Cut-Off নাম্বার পেলে তবেই প্রার্থী নির্বাচিত হবে। তারপর ব্যাঙ্কের নিজস্ব পরীক্ষা দিয়ে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। তারপর তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।