দেশে নরেন্দ্র মোদি সরকার আসার পর থেকেই মহিলাদের দিকে বেশি নজর দিতে শুরু করেছে। মহিলাদের শিক্ষা থেকে শুরু করে রোজগার, এক কথায় মহিলাদের সার্বিক উন্নতি ঘটেছে নরেন্দ্র মোদী সরকারের আমলে। এবার গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য এক বিশেষ পরিষেবা নিয়ে এল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
কেন্দ্রের এই নতুন পরিষেবায় এবার থেকে মহিলারা কোন রকম ঝুঁকি ছাড়াই মাত্র 1 মিনিটে 5 হাজার টাকার ওভারড্রাফ্ট ব্যবস্থা করতে পারবে। এই কর্মসূচিতে অংশ নেবে সরকারি ব্যাঙ্ক এবং রাজ্য গ্রামীন জীবিকা মিশন।
আগে এই সুবিধা পেত শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই তবে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এই বিশেষ পরিষেবায় গ্রামের মহিলাদেরও অন্তর্ভুক্ত করতে চলেছে কেন্দ্র সরকার। এই পরিষেবার অধীনে মহিলারা 5000 টাকার ওভারড্রাফ্ট সুবিধা পেয়ে যাবে খুব সহজেই।
মহিলাদের যাতে আর অন্যের উপর নির্ভর করতে না হয় সে কারণেই দেশের প্রায় 5 কোটি মহিলাদের এই পরিষেবার অন্তর্ভুক্ত করা হবে।