নিউজশর্ট ডেস্কঃ দেশের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের(Central Government) তরফ থেকে বিভিন্ন ধরনের স্কিম চালু করা হয়েছে। দেশের মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন ধরনের স্কিম(Women’s Scheme) পরিচালনা করা হয়। আজকের এই প্রতিবেদনে এমনই কয়েকটি বিশেষ স্কিম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো।
১) প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা: দেশের গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা প্রকল্পটি চালু করেছিল। এক্ষেত্রে গর্ভবতী মায়েদের নগদ ৬ হাজার টাকা দেওয়া হয়। তিন ভাগে এই টাকা প্রদান করা হয়। সন্তান জন্মের আগে প্রথম ধাপে এক হাজার টাকা, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ২ হাজার টাকা করে দেওয়া হয়। আর সন্তান জন্মের পরে এক হাজার টাকা দেওয়া হয়।
২) সুকন্যা সমৃদ্ধি যোজনা: এটি হলো একটি অর্থ সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের অভিভাবকেরা নিজেদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। এই স্কিমে বেশ মোটা হারে সুদ পাওয়া যায়। ১৫ বছরের মেয়াদে এই স্কিমে ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এক্ষেত্রে বার্ষিক ৮.২ শতাংশ হারিয়ে বিনিয়োগকারী ব্যক্তিরা। সন্তানের বয়স ২১ বছর হলে এই প্রকল্পের টাকা তুলে নেওয়া সম্ভব হয়।
৩) মহিলা সম্মান সেভিংস একাউন্ট: এই একাউন্টে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমে ২ বছরের মেয়াদে বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকেরা। এছাড়া যে কোন জরুরী পরিস্থিতিতে এই স্কিম থেকে টাকা তোলা যায়। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সেগুলো মেনে চলতে হবে।
৪) লাখপতি দিদি স্কিম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং-এর ব্যবস্থা করেছেন। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর রূপে গড়ে তোলা।