Central Government decides to decrease GST on Cancer Medicines

পুজোর মুখে সুখবর! কেন্দ্র GST কমাতেই বাঁচবে ওষুধের হাজার হাজার টাকা, ধন্য ধন্য করছে জনতা

নিউজশর্ট ডেস্কঃ একদিকে বাড়ছে বাজারে ভেজাল মেশানো খাবারে পরিমাণ তো অন্যদিকে বাড়ছে দূষণের মাত্রা। সব মিলিয়ে অসুখ আর ওষুধ নিত্য সঙ্গী সাধারণ মানুষের। তবে আয় না বাড়লেও যেভাবে ওষুধের খরচ বাড়ছে তাতে ওষ্ঠাগত দরিদ্র তথা মধ্যবিত্তের প্রাণ। তবে এবার ওষুধের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যার ফলে অনেকটাই কমতে পারে একাধিক ওষুধের দাম।

কমছে ওষুধের দাম

এতদিন ক্যান্সারের মত দুরারোগ্য ওষুধের উপর ১২% হিসাবে GST চাপানো হত। অর্থাৎ কোনো ওষুধের দাম ১০০ টাকা হলে তার সাথে ১২ টাকা যুক্ত হয়ে ১১২ টাকা হিসাবে বিক্রি হত। তবে এবার সেই জিএসটি কমিয়ে ৫% করার সিদ্ধান্ত নিল সরকার। যার ফলে ১১২ টাকার ওষুধটাই এখন ১০৫ টাকায় পাওয়া যাবে।

সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। কারণ এতে একদিকে যেমন ওষুধের খরচ যেমন কমল তেমনি পরবর্তীকালে ওষুধ কেনাতেও কিছুটা সাশ্রয় হবে। কোন ওষুধের দাম কমবে এই সিদ্ধান্তের ফলে?

ক্যানসারের ওষুধের উপর GST হ্রাস

যেমনটা জানা যাচ্ছে, ট্রাস্টুজ়ুমাব ডেরুক্সটেকান, ওসিমেরটিনিব ও ডুরভালুমাবের ইত্যাদি ওষুধ যেগুলো ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সেগুলির দাম কমানো হয়েছে। তবে ওষুধের দাম কমানো এই প্রথম নয়। গতবছর অর্থাৎ ২০২৩ সালেও জিএসটি কাউন্সিলের তরফ থেকেই জীবনদায়ী ওষুধের উপর থেকে ট্যাক্স সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ওষুধের পাশাপাশি খাবারের উপরেও GST এর হার কমানো যেচে। এতদিন নোনতা জাতীয় খাবারের উপর ১৮ শতাংশের হারে জিএসটি চাপানো হত। সেটা কমিয়ে ১২% করার ঘোষণা করা হয়েছে। আর পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে তীর্থস্থানে হেলিকপ্টারের ভাড়াতেও জিএসটি কমানো হয়েছে। যার ফলে এখন থেকেই হেলিকপ্টারের খরচ কম হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X