Free Solar Rooftop Scheme

Free Solar Rooftop Scheme: ফ্রি-তে মিলবে সরকারি সোলার প্যানেল! খরচ কমবে বিদ্যুতের বিলের

নিউজ শর্ট ডেস্ক: এবার দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল লাগানোর উপরে জোর দিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘সূর্যোদয় যোজনা’র অধীনে এবার কেন্দ্রীয় বাজেটে এক কোটি পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনকি বাড়িতে এই সোলার প্যানেল লাগানোর জন্য মোটা টাকার ভর্তুকিও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

দাবি করা হচ্ছে একবার নামমাত্র খরচে এই সোলার প্যানেল (Solar Pannel) বসালে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুতের বিলের খরচের হাত থেকে রেহাই পাবেন অনেক মধ্যবিত্ত পরিবার। জানা যাচ্ছে এই প্রকল্পে সরকারের তরফ থেকে মোটা টাকার ভুর্তুকিও দেওয়া হচ্ছে। আসুন বিস্তারিত জানা যাক কীভাবে এই আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কিংবা এই প্রকল্পের সুবিধা পেতে গেলেই বা আবেদন করতে হবে কীভাবে?

বিনামূল্যে সোলার রুফটপ স্কিম:

সামনেই আছে গরমকাল, আর এই সময় হুড়মুড়িয়ে বাড়তে চলেছে বিদ্যুতের বিল। কারণ গরম থেকে রেহাই পেতেই এখন ফ্যানের পাশাপাশি প্রায় প্রতি ঘরেই চলছে এসি। তাছাড়া এমনিতেই গরমকালে বেড়ে যায় লোডশেডিংও। এই কারণে মাসের শেষে বিদ্যুতের বিলের জন্য খরচ হয় মোটা টাকা। তাই এই সমস্যা থেকে মুক্তি দিতে এবং বিদ্যুৎ সাশ্রয় করতেই এবার আপনিও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজের বাড়ির ছাদেই বসাতে পারেন সোলার প্যানেল।

কেন্দ্র সরকার,Central Government,নরেন্দ্র মোদি,Narendra Modi,সোলার প্যানেল,Solar Pannel,সোলার রুফটপ স্কিম,Solar Rooftop Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সবচেয়ে মজার বিষয় হলো এই প্রকল্পে সোলার প্যানেল বসানোর জন্য টাকা দিচ্ছে সরকার। মনে করা হচ্ছে এই সৌর প্যালের দৌলতে আগামী দিনে বিদ্যুতের বিলের থেকে রেহাই পেতে চলেছেন দেশবাসী। তাই কেউ যদি সোলার প্যানেল ইনস্টল পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথমে নিজের বিদ্যুতের চাহিদা সম্পর্কে একটি অনুমান করে নিতে হবে। আপনার বাড়িতে দৈনিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেই অনুযায়ী আপনাকে সোলার প্যানেল ইনস্টল করানো উচিত।

আরও পড়ুন: FD-তে এত টাকা বাড়লো সুদের হার! এই সরকারি ব্যাংকের ঘোষণায় ‘সোনায় সোহাগা’ প্রবীণ নাগরিকরা

যদি কারও বাড়িতে দুই থেকে তিনটি ফ্যান একটি ফ্রিজসহ আটটি এলইডি লাইট, একটি জলের মটর এবং টিভি চলে তাহলে তার জন্য দৈনিক ছয় থেকে আট ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। বিনামূল্যের সৌর প্রকল্পে  দুই কিলোওয়াট সোলার প্যানেল বসালে প্রয়োজন  অনুযায়ী থেকে ৬ ইউনিট ৮ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।  হবে। মনোপার্ক বাই ফেসিয়াল সোলার প্যানেল গুলি বর্তমানে নতুন প্রযুক্তির সোলার প্যানেল। এদের সামনে ও পিছনে দুদিকেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।  কিলোওয়াট এর জন্য চারটি সৌর প্যানেল  যথেষ্ট।

কেন্দ্র সরকার,Central Government,নরেন্দ্র মোদি,Narendra Modi,সোলার প্যানেল,Solar Pannel,সোলার রুফটপ স্কিম,Solar Rooftop Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ছাদে সোলার প্যানেল বসানোর সুবিধা:

এখানে বলে রাখি এই স্কিমের অধীনে ৩ কেজি ৩ কিলোওয়াট একটি সোলার প্যানেল সংযোগ নেওয়া সম্ভব। মনে করা হচ্ছে এই প্রকল্পে আগামী দিনে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বিদ্যুৎ বিলের চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন। কেউ যদি এই সোলার প্যানেলের জন্য ভর্তুকি পেতে চান তাহলে ডিসকম প্যানেলে অন্তর্ভুক্ত যে কোন বিক্রেতার কাছ থেকে এই সোলার প্যানেল কিনে তা বাড়ির ছাদে ইন্সটল করাতে হবে। তারপর ভর্তুকির জন্য আবেদন করতে হবে।  কেউ যদি ছাদে তিন কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করেন তাহলে তিনি সরকারের কাছ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ভুতুকি বাবদ ৪৮ হাজার টাকা পাবেন।

Avatar

anita

X