Government

Government: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বাম্পার সুখবর! এবার পাবেন এই বিরাট সুবিধা

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর মানুষদের আর্থিকভাবে সাহায্য করার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। বিশেষ করে দেশের সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখেই আমাদের দেশে চালু রয়েছে বেশ কয়েকটি প্রকল্প ।

তবে এবার কেন্দ্রীয় সরকারের এক নতুন ঘোষণায় বিরাট উপকার পেতে চলেছেন আমাদের দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা।তাই এই নতুন নিয়মে এক সময়ে যারা কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনে চাকরি (Job) করতেন এমন কেউ যারা এখন অবসর (Retirement) নিয়ে নিয়েছেন তাদের জন্য রয়েছে একটি বাম্পার সুখবর।

আসলে সব্বাইকে অবাক করে দিয়ে এবার এক বড় সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ESIC। বেতনের ঊর্ধ্বসীমা বেশি হওয়ার পর ইএসআই প্রকল্পের কভারেজ থেকে সরানো অবসরপ্রাপ্ত কর্মীদের (Retired Employee) চিকিৎসা সুবিধা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইএসআইসি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে ইএসআইসির ১৯৩ তম বৈঠকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

কেন্দ্রীয় সরকার,Central Government,নতুন প্রকল্প,New Scheme,অবসরপ্রাপ্ত কর্মী,Retired Employee,ইএসআইসি,ESIC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই নিয়ম অনুযায়ী যাঁরা ২০১২ সালের ১ এপ্রিলের পর থেকে অন্তত ৫ বছর বিমাকৃত সুবিধাভোগী কর্মসংস্থানে ছিলেন এবং ১ এপ্রিল ২০১৫ বা তার পরে অবসরপ্রাপ্ত বা স্বেচ্ছাসেবক হিসেবে মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়েছেন, এবার তাঁরা নতুন প্রকল্পের আওতায় পাবেন বিশেষ চিকিৎসা পরিষেবা।

আরও পড়ুন: একই রিচার্জে চলবে টিভি, মোবাইল ও ব্রডব্যান্ড! Airtel-র সস্তার প্ল্যানে ঘুম উড়ছে Jio-র

এই ESI প্রকল্পটি বীমাকৃত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের যত্ন সহকারে চিকিৎসা, ওষুধ এবং ইনজেকশন, বিশেষজ্ঞের পরামর্শ এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সম্পূর্ণ পরিষেবা প্রদান করে। এই ইএসআই প্রকল্পটি কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যেমন সড়ক পরিবহন, হোটেল, রেস্তোঁরা, সিনেমা, সংবাদপত্র, দোকান এবং শিক্ষামূলক কিংবা  চিকিৎসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য।

কেন্দ্রীয় সরকার,Central Government,নতুন প্রকল্প,New Scheme,অবসরপ্রাপ্ত কর্মী,Retired Employee,ইএসআইসি,ESIC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ই এস আই সি সিকিম সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ডিসপেনসারি, চিকিৎসা পরিকাঠামো কিংবা  আঞ্চলিক অথবা উপ-আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য বিদ্যমান নিয়মগুলিতে  শিথিলতা এনেছে।

Avatar

anita

X