Central Government offering Rs 50000 Loan via PM Swanidhi Scheme

টাকার দরকারে নো চিন্তা! ৫০,০০০ টাকার লোন দিচ্ছে সরকার, এভাবে করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ- কখনও ছোটোখাটো ব্যাবসা করার তাগিদে বা নানা কারনে লোন (Loan) নিয়ে থাকেন সাধারন মানুষেরা। অনেকে নানা ঝামেলা ঝাঞ্ঝাট এড়াতে ব্যাঙ্কের পরিবর্তে অন্য কোন জায়গা থেকে লোনের সুবিধা গ্রহণ করেন তারা। তবে আর চিন্তা নেই, এবার সরকারের তরফ থেকেই লোন (Government Loan) দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।

আপনি যদি কোনো ছোটোখাটো ব্যাবসা করতে চান, কিন্তূ যথেষ্ট মূলধন নেই। তাহলে আপনি কোনো বেসরকারি জায়গা থেকে লোন নেওয়ার পরিবর্তে সরকারি লোন নিতে পারেন। কারন, সরকারি লোনে আপনি অনেক সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের (Pradhan Mantri Swanidhi Scheme) অধীনে আপনি ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন? তা বিশদে জানাব আজকের এই প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম কি?

এই স্কিমের পুরো অর্থ হলো প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। ব্যবসা করার ক্ষেত্রে যাদের মূলধন কম, তাদের পুনরায় ব্যাবসা শুরু করতে সাহায্য করার উদ্দেশ্যেই এই স্কিমের ভাবনা। দেশে এরকম ছোট ব্যাবসায়ীদের সংখ্যা প্রচুর। তাই ভারত সরকার তাদের পুনরায় ব্যবসা শুরু করার জন্য লোন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ১ জুন, ২০২০ প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম চালু করেন।

Indian Old Man counting NOtes

কেন্দ্রীয় সরকার দিচ্ছে ৫০,০০০ টাকা লোন

প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম  এর অধীনে ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। কিন্তূ প্রথমে একজন ব্যাক্তি ১০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এই লোন পরিশোধ করার পরের বছর ২০,০০০ টাকা লোন নেওয়ার যোগ্য হবেন। এই লোনের টাকাও আপনি যদি সঠিকভাবে পরিশোধ করেন তাহলে ৫০,০০০ টাকা লোন আবেদন করতে পারেন। এতে লোনের টাকা আপনাকে প্রতিমাসে কিস্তিতে পরিশোধ করতে হবে, যার মেয়াদ ১ বছর। আপনি যদি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করেন তাহলে সুদে ৭ শতাংশ ভর্তুকি পাবেন।

আরও পড়ুনঃ রোজ মাত্র ৩০ টাকা দিয়েই লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ! LIC এর এই পলিসি না করলে আপনারই লস

এই স্কিমের অধীনে লোন আবেদন করার পদ্ধতি

আপনি প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের অধীনে সরাসরি অনলাইনের মাধ্যমে লোন আবেদন করতে পারবেন। সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হলো –

  1. আপনাকে প্রথমে pmsvanidhi.mohua.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপরে আপনাকে “Apply Loan 10K” তে ক্লিক করতে হবে।
  3. তারপর মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড ফিলাপ করে “Request OTP”-তে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি OTP পাবেন।
  4. এরপর আপনাকে OTP স্ক্রিনে দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর কয়েকটি বিকল্প নির্বাচন করে আপনাকে নিজের ক্যাটাগরি চেক করতে হবে।
  5. এবার যে আবেদন ফর্মটি এল সেটিকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  6. পরের ধাপে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি আপলোড করতে হবে।
  7. এরপর সমস্ত কিছু যাচাই করে আবেদনটি সাবমিট করতে হবে।

এইভাবে আপনি বাড়িতে বসেই খুব সহজে এই সরকারি লোনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন হবার পর pmsvanidhi.mohua.gov.in ওয়েবসাইটে থেকেই আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন।

Avatar

Koushik Dutta

X