Government

Papiya Paul

Government: সরকারের এই স্কিমে আয় হবে প্রচুর টাকা! লাখপতি হতে চাইলে জানুন মোদীর নতুন প্রকল্প

নিউজশর্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের(Central Government) তরফ থেকে নিত্য নতুন যোজনা চালু করা হয়। আর এই সমস্ত প্রকল্পে সুবিধা হয় দেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদের। এবার এমনই একটি নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার।

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৫,০০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়ার একটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘ড্রোন দিদি যোজনা ২০২৪’। এই প্রকল্পের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে কৃষিকাজে যুক্ত করার জন্য কৃষকদের সাহায্যে ড্রোন দেওয়া হবে। এই ড্রোনগুলো কৃষিকাজের কাজে ব্যবহার করা হবে। যেমন সার স্প্রে করা ইত্যাদি।

এই প্রকল্পের অধীনে ড্রোনগুলি ২০২৩-২০২৪ এবং ২০২৫-২০২৬-এর মধ্যে দেওয়া হবে। মহিলা ড্রোন পাইলটদেরও এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে সান্মানিক প্রদান করা হবে। এর পাশাপাশি মহিলার ড্রোন পরিচালনাকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কিভাবে এই মহিলা স্বনির্ভর গোষ্ঠী ড্রোন পাবেন এবং তাদের কত টাকা করে সান্মানিক দেওয়া হবে? সে সম্পর্কে এখনো কোনো ঘোষণা জানা যায়নি।

আরও পড়ুন: PM Surya Ghar Yojana: কমবে বিদ্যুতের খরচ, ফ্রি-তে মিলবে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ! এভাবে করুন আবেদন

তবে এর ফলে Women Self Help Group Drone Scheme-এ লাভবান হবে। এটি ২৮ শে নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন। সরকারের তরফ থেকে আগামী চার বছরে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ড্রোন সরবরাহ করা হবে। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় ১,২৬১ কোটি টাকা খরচ করবে। এই দেশের কৃষকদের কৃষিকাজে ব্যবহারের জন্য  ভাড়াতে ড্রোন সরবরাহ করা হবে।

Government

শুধুমাত্র এই প্রকল্পের ফলে যে মহিলা স্বনির্ভর উপকৃত করবে এমন নয়, কৃষিকাজের উদ্দেশ্যে সার স্প্রে করতেও কৃষকদের সাহায্য করবে। এর ফলে বড় বড় ক্ষেতে খুব সহজে এবং স্বল্প বিনিয়োগে ভালো ফসল উৎপন্ন হবে। যা কৃষিকাজের সঙ্গে যুক্ত মহিলারা প্রচুর আয় বৃদ্ধির সুফল পেয়ে যাবেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারগুলোর অনেক সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।