পার্থ মান্নাঃ কিছুদিন আগেই জানা গিয়েছে কলকাতার রাস্তায় বাসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এছাড়া আগামী দিনে আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পিছনে কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে সেটা হল ১৫ বছরের পুরোনো বাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। পরিবহন দফতরের তরফ থেকে সেগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে। মূলত পরিবেশ দূষণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। কারণ বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে এই সমস্যার সমাধান হবে শীঘ্রই।
সাধারণ মানুষের জন্য ১ লক্ষ বাস চালু করবে কেন্দ্র
কেন্দ্রীয় সরকারের তোরটা থেকে নতুন আরবান মেগা বাস মিশন চালু করা হয়েছে। যার দরুন দেশের ৬৫টি গুরুত্বপূর্ণ শহরে মোট ১ লক্ষ বাস নামানো হবে বলে জানা যাচ্ছে। তবে এই বাসগুলি ডিজেলচালিত নয় বরং ইলেকট্রিক ব্যাটারি চালিত হবে। হ্যাঁ ঠিকই দেখছেন, এতে করে পরিবেশ দূষণ যেমন রোধ করা যাবে তেমনি রাস্তায় ধোঁয়া কম হবে ও যাত্রীরাও আরামদায়কভাবে যাত্রা করতে পারবেন। তাছাড়া নতুন বাসের পাশাপাশি নতুন বাস স্টেশন থেকে বাস ডিপোও নির্মাণ করা হবে।
পরিবেশ বান্ধব বাস নামাতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই শুরু হবে নতুন এই প্রজেক্ট। যেটা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার টার্গেট নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য আনুমানিক ১.৭৫ কোটি টাকা খরচ হবে বলে আন্দাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে গণপরিবহণ ব্যবস্থাকে ৬০% বাড়ানো হবে।
তৈরী হবে ৫০০০ কিমি সাইকেল লেন
ইলেকট্রিক বাসের পাশাপাশি ৫০০০ কিমি সাইকেল চালানোর জন্য রাস্তা বা সাইকেল লেন বানানো হবে বলেও জানা যাচ্ছে। একইসাথে সাইকেল ভাড়া দেওয়ার ব্যবস্থাও করা হবে। ফলে সাইকেলে করে বাড়ি থেকে অফিস যাওয়ার পথে বাস ধরা যাবে আর একইভাবে বাসে করে ফিরে সাইকেলে বাড়ি ফেরা যাবে। এতে করে জনগণের স্বাস্থ্যের খেয়ালও রাখা হবে।