PM Shri School

PM Shri School: পাত্তা পাবে না প্রাইভেট স্কুল! অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে আসছে পিএমশ্রী স্কুল

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে অধিকাংশ অভিভাবকরাই ছেলে-মেয়েদের সরকারি স্কুলের (Government School) পরিবর্তে প্রাইভেট স্কুলেই (Private School) পড়ানোর দিকে ঝুঁকছেন বেশি।  কারণ অধিকাংশ বাবা-মা’য়েদেরই অভিযোগ যে এখনকার দিনে সরকারি স্কুলগুলিতে পঠন-পাঠনের উপযুক্ত পরিকাঠামো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে।

তাই শিশুদের ভবিষ্যৎ আরও বেশি সুরক্ষিত করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এবার ‘পিএমশ্রী’ স্কুল (PM Shri School) চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জানা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে সরকারি এই প্রকল্পে সারা দেশ জুড়ে মোট ১৪ হাজার ৫০০ টি স্কুল খোলার  পরিকল্পনা রয়েছে। তার জন্য দেশের প্রতিটি ব্লকে অন্ততপক্ষে একটি করে এই ধরনের স্কুল খোলার হবে।

এই সকল স্কুলের পঠন-পাঠন পদ্ধতি হবে একেবারে আলাদ।এককথায়  যা হবে অত্যাধুনিক ও উন্নতমানের। শুধু তাই নয় অনেকে তো দাবি করছেন এই কেন্দ্রীয় সরকারের এই স্কুল গুলির পরিকাঠামো এমনভাবে তৈরি করা হবে যা বহু প্রাইভেট স্কুলেও পাওয়া যাবে না। আমার দেশে যে সকল ‘পিএমশ্রী’ স্কুল খোলা হবে অথবা যে স্কুলগুলিকে এই ‘পিএমশ্রী’-তে উত্তীর্ণ করা হবে সেই স্কুলগুলি কেন্দ্রীয় বিদ্যালয়ের আদলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে বলেই জানা যাচ্ছে। 

সরকারি স্কুল,Government School,প্রাইভেট স্কুল,Private School,পিএমশ্রী স্কুল,PM Shri School,কেন্দ্রীয় সরকার,Central Government,নরেন্দ্র মোদী,Narendra Modi,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কেন্দ্রীয় সরকারের এই স্কুল নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিরাট কৌতূহল। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই সমস্ত স্কুলে কি কি সুবিধা পাওয়া যাবে? জানা যাচ্ছে এই পিএমশ্রী স্কুলে স্মার্ট ক্লাসরুম, ল্যাব, আধুনিক লাইব্রেরিসহ থাকবে সমস্ত সুবিধা সম্পন্ন খেলার মাঠ। প্রাথমিক ও প্রাক প্রাথমিক পড়ুয়ারা যাতে খেলাধুলার প্রতি আলাদা নজর দেয় সেই দিকেও বিশেষ জোর দেওয়া হবে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে কমছে গ্যাসের দাম! এক লাফে ৩০০ টাকা কমায় স্বস্তি পেল আমজনতা

এমনকি এও জানা যাচ্ছে যে এই ধরনের স্কুল গুলিতে যেসমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হবে তাদের কিন্তু আলাদা করে প্রশিক্ষণ দেবে সরকার। এছাড়াও ছোট বাচ্চাদের ক্লাসরুমে খেলনা থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি রাখা হবে। এসবের পাশাপাশি পড়ুয়াদের জন্য জৈব জীবনধারা অন্তর্ভুক্ত হবে পাঠ্যক্রমে। এই সকল স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হতে পারে।

 

সরকারি স্কুল,Government School,প্রাইভেট স্কুল,Private School,পিএমশ্রী স্কুল,PM Shri School,কেন্দ্রীয় সরকার,Central Government,নরেন্দ্র মোদী,Narendra Modi,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তব এই ধরনের কেন্দ্রীয় সরকারি স্কুল পশ্চিমবঙ্গে  আদৌ  চালু হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।  পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই স্কুলের  বিরোধিতা করার পাশাপাশি সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে এই প্রকল্পকে যুক্ত করা হয়নি।

পাত্তা পাবে না প্রাইভেট স্কুল! অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে আসছে পিএমশ্রী স্কুল

Avatar

anita

X