ভালো মানের কিডনি পেতে চান? তাহলে চলে যান চীনে। যে কিডনি পাবার জন্য রীতিমতো ঘাম ছুটে যায় রোগীর আত্মীয়দের, যে পুষ্ট লিভার অথবা কিডনি আপনি পেয়ে যাবেন চীনের চোরা বাজারে। আন্তর্জাতিক চোরা বাজারে বিক্রি হওয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বড় অংশের মালিক চীনের বন্দিশিবিরে আটক হতভাগ্য উইঘুর মুসলিমরা!! সম্প্রতি এমনটাই প্রতিবেদনে জানিয়েছেন অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র।
জিনজিয়াং প্রদেশের বাসিন্দা উইঘুর মুসলিমদের ভীষণ ভাবে অত্যাচার করা হয়। মুসলিমদের পাশাপাশি বৌদ্ধ ধর্মালম্বী তিব্বতি এবং ফালুন গং গোষ্ঠীর বন্দীদের জোর করে অত্যাচার করা হয় এবং তাদের অঙ্গ অংশগ্রহণ করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির সরকার বেআইনিভাবে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা চালাচ্ছেন বহুদিন ধরে।চলতি বছরের গোড়ার দিকে কয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছিল চীন সরকার উইঘুর, তিব্বতি এবং ফালুন গং বন্দীদের অঙ্গ কেটে বিক্রি করেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মানবাধিকার সংগঠন থেকে অভিযোগ করা হয়, চীনের বিভিন্ন বন্দিশিবিরে আনুমানিক কুড়ি লক্ষ উইঘুর মুসলিমকে বন্দি করে রাখা হয়েছে। প্রতিদিন তাদের ওপর করা হয় অমানবিক অত্যাচার। বিশেষত নারীদের ওপর করা হয় পাশবিক অত্যাচার। যৌনাঙ্গে ইলেক্ট্রিক শক, নিষিদ্ধ ওষুধ প্রয়োগ সহ বন্দীদের উপর এমন কিছু অত্যাচার করা হয় যা শুনলে চমকে যেতে হবে। প্রতিদিন বন্দি মহিলাদের করা হয় ধর্ষণ।
প্রসঙ্গত, চল্লিশের দশকের স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্তান দখল করে চীন নামকরণ করেছিল শিনজিয়াং। তারপর থেকেই সেখানকার বাসিন্দা উইঘুর মুসলিমদের একাংশ চিনা দখলদারির বিরুদ্ধে প্রতিরোধের লড়াই শুরু করেন। কিন্তু সেই লড়াই আজও বর্তমান। একইভাবে অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছে মুসলমানদের একাংশ।