বলিউড,বিনোদন,রিমেক,আমির খান,গজনী,ধুম থ্রি,লাল সিং চাড্ডা,Bollywood,Entertainment,Remake,Aamir Khan,Ghajini,Dhoom 3,Lal singh chadda

হলিউডের এই ৭ টি ছবি রিমেক করেই কয়েকশো কোটির মালিক আমির, রইল অভিনেতার রিমেক সিনেমার তালিকা

বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan) গত তিন দশক ধরে চলচ্চিত্র জগতে রয়েছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ট্রেলার। ট্রেলার দেখে এবং মিডিয়া সূত্রে যতটুকু জানা যাচ্ছে আমির অভিনীত এই ছবিটি হলিউড সংস্করণ ‘ফরেস্ট গাম্প’এর রিমেক। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। বলা হচ্ছে ‘লাল সিং চাড্ডা’ই সিনেমাই আমিরের হলিউড থেকে অনুপ্রাণিত এবং রিমেক হওয়া প্রথম সিনেমা নয়। এর আগেও হলিউডের রিমেক একাধিক ছবিতে অভিনয় করেছেন আমির। আজ এই প্রতিবেদনে আমরা বলবো আমির অভিনীত এমন কিছু ছবি যা হলিউডের রিমেক।

১) দিল হ্যায় কে মানতা নেহি (১৯৯১):- তালিকায় প্রথমে রয়েছে মহেশ ভাট পরিচালিত ‘দিল হ্যায় কে মানতা নেহি’। ১৯৩৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ‘ইট হ্যাপেন্ড ওয়ান নাইট’এর আদলে বানানো হয়েছিলো ছবিটি।
বলিউড,বিনোদন,রিমেক,আমির খান,গজনী,ধুম থ্রি,লাল সিং চাড্ডা,Bollywood,Entertainment,Remake,Aamir Khan,Ghajini,Dhoom 3,Lal singh chadda

২) জো জিতা ওহি সিকান্দার (১৯৯২):- ‘জো জিতা ওহি সিকান্দার’ এই সিনেমাটিকে আমির খান অভিনীত সর্বকালের সবচেয়ে সেরা ছবির একটি বলে গণ্য করা হয়। জনপ্রিয় এই সিনেমাটি ১৯৭৯ সালের হলিউড সিনেমা ‘ব্রেকিং অ্যাওয়ে’ থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিলো। ছবিতে আমিরের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিলো দীপক তিজোরি, আয়েশা ঝুলকা এবং পূজা বেদিকে।
বলিউড,বিনোদন,রিমেক,আমির খান,গজনী,ধুম থ্রি,লাল সিং চাড্ডা,Bollywood,Entertainment,Remake,Aamir Khan,Ghajini,Dhoom 3,Lal singh chadda

৩) হাম হ্যায় রাহি পেয়ার কে (১৯৯৩):- মহেশ ভাটের পরিচালনায় নির্মিত এই ছবিটি ১৯৫৮ সালের হলিউড সিনেমা ‘হাউস বোট’-এর একটি অনানুষ্ঠানিক রিমেক। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় দেখা গেছিলো জুহি চাওলাকে।
বলিউড,বিনোদন,রিমেক,আমির খান,গজনী,ধুম থ্রি,লাল সিং চাড্ডা,Bollywood,Entertainment,Remake,Aamir Khan,Ghajini,Dhoom 3,Lal singh chadda

৪) মন(১৯৯৯):- মন মুভিটি আমির খানের অন্যতম আকর্ষণীয় রোমান্টিক মুভি। ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন মণীষা কৈরালা। এই মুভিটি ১৯৫৭ সালের হলিউড ফিল্ম ‘অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার’-এর রিমেক।
বলিউড,বিনোদন,রিমেক,আমির খান,গজনী,ধুম থ্রি,লাল সিং চাড্ডা,Bollywood,Entertainment,Remake,Aamir Khan,Ghajini,Dhoom 3,Lal singh chadda

৫) গজনি (২০০৮):- আমির অভিনীত গজিনি মুভিটিকে বলিউড সিনেমার ইতিহাসে বিভিন্ন দিক থেকে ট্রেন্ড সেটার হিসেবে বিবেচনা করা হয়। ছবিটি একটি তামিল তামিল ছবির রিমেক ছিল। মজার ব্যাপার হলো এই তামিল ছবিটি ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) ছবি ‘মেমেন্টো’-র (Memento) থেকে অনুপ্রাণিত হয়ে বানানো।

৬) ধুম ৩(২০১৩):- ব্লকবাস্টার এই সিনেমাটি ২০০৬ সালে ক্রিস্টোফার নোলানের ছবি ‘দ্য প্রেস্টিজ’ (The Prestige) থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। এটি ছিল যশ রাজ ফিল্মসের ধুম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ। বিগ বাজেটের এই ছবিটি‌র বক্স অফিস কালেকশন ছিলো নজরকাড়ার মতো।
বলিউড,বিনোদন,রিমেক,আমির খান,গজনী,ধুম থ্রি,লাল সিং চাড্ডা,Bollywood,Entertainment,Remake,Aamir Khan,Ghajini,Dhoom 3,Lal singh chadda

৭) রং দে বাসন্তী (২০০৬):- আমির অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম সেরা ছবি রং দে বাসন্তী। ছবিটিকে ঠিক রিমেক বলা না গেলেও ১৯৮৯ সালের হলিউড সিনেমা ‘জিসাস অফ মন্ট্রিল’ থেকে অনুপ্রাণিত বলা যায়। আবার ছবির কিছু দৃশ্য দেখে ১৯৪৮ সালের ‘অল মাই সনস’ ছবির অনুপ্রাণিত বলেও মনে হয়।
বলিউড,বিনোদন,রিমেক,আমির খান,গজনী,ধুম থ্রি,লাল সিং চাড্ডা,Bollywood,Entertainment,Remake,Aamir Khan,Ghajini,Dhoom 3,Lal singh chadda

Avatar

Moumita

X