Government

Government: ভোটের আগে দিলদরিয়া মুখ্যমন্ত্রী! কর্মসংস্থান বাড়াতে এবার জেলায় জেলায় ‘বিগ বাজার’

নিউজ শর্ট ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের নিয়োগ এবং কর্মসংস্থানের বিরাট জোর দিয়েছেন বাংলার মুখ্যন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি একাধিক নিয়োগের প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এবার রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থান বাড়িয়ে তুলতে বিগ বাজার (Big Bazar) নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রবিবার বীরভূমে একটি সভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই একগুচ্ছ ঘোষণা করে  ব্যাপক কর্মসংস্থান এবং রোজগারের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বরাবরই রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন এবং রোজগারের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলে এসেছেন তিনি।

জেলায় জেলায় বিগ বাজার

রবিবার বীরভূমের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমাদের সেলফ হেলফ গ্রুপের মহিলারা অনেক কাজ করেন। আমাদের তাঁতিরাও অনেক কাজ করেন। আমরা সরকার থেকে যত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের থেকে নেব। প্রতিটা জেলায় একটি করে বিগ বাজার তৈরি করব। যেখানে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র বিক্রি হবে। তাদের স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত।’

মুখ্যমন্ত্রী,Chief Minister,মমতা বন্দোপাধ্যায়,Mamata Banerjee,বিগ বাজার,Big Bazar,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেইসাথে এদিন মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘এককালীন তাঁরা ২৫ হাজার টাকা করে পাবেন।’ বিশেষজ্ঞরা বলছেন, সত্যিই যদি জেলায় জেলায় এই বিগ বাজার গড়ে ওঠে সেক্ষেত্রে একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্তদের লাভ হবে তেমনই স্থানীয় ক্ষেত্রে কর্মসংস্থান এবং আর্থিক শ্রী বৃদ্ধির সম্ভাবনাও থাকছে।

আরও পড়ুন: ৫ কিংবা ৬ নয়, FD-র উপর ১০% সুদ দিচ্ছে SBI! এই অফার জানলে লুফে নিতেন আপনিও

মুখ্যমন্ত্রী,Chief Minister,মমতা বন্দোপাধ্যায়,Mamata Banerjee,বিগ বাজার,Big Bazar,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছিলেন, ‘আমরা নিয়োগ করতে উদ্যোগী। বিরোধীরা ইচ্ছে করে আইনি জটিলতা তৈরি করছে। দয়া করে নিয়োগ করতে দিন।’ সম্প্রতি প্রাথমিকেও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার ফলে ইতিমধ্যেই বহু বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটেছে।

Avatar

anita

X