হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ হলেন রূপালি গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়েছিল চাইল্ড আর্টিস্ট হিসেবে। নায়িকার প্রথম ছবি ছিল তার বাবার পরিচালিত ‘সাহেব’। এরপর তাকে দেখা যায় ‘দো আঁখে বারা হাত’ ছবিতে। তবে তার কেরিয়ার বদলে যায় সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের পর।
এই ধারাবাহিকের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মানুষ আজও তাকে মণীষা সারাভাই বলেই চেনে। তবে এখন অনুপমা নামে আরেক নতুন পরিচিতি তৈরি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ‘অনুপমা’ (Anupama) হল শ্রীময়ীর আদলে তৈরি (Sreemoyee) হিন্দি টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল (Hindi Serial)। যা কী না টিআরপির (TRP) খেলায় এখনও সর্বোচ্চ স্থান ধরে রেখেছে।
গত ২৬ মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ওটিটিপ্লের চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। আর সেখানেই উপস্থিত ছিলেন রূপালি গাঙ্গুলী। তার হাতে তুলে দেওয়া হয় কম্প্যাশনেট চেঞ্জমেকার অব দ্য ইয়ারের খেতাব। এই সম্মাননা তার হাতে তুলে দেয় আরেক বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
যাইহোক, যারা নিয়মিত ‘অনুপমা’ ধারাবাহিকটি দেখেন তারা তো জানেনই যে, এখন শাহ এবং কপাডিয়া পরিবারের অবস্থা কীরকম! মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অনুর বায়োলজিক্যাল মা মানুষ হিসেবে অত্যন্ত জঘন্য। তিনিই নাকি ধারাবাহিকের আসল খলনায়িকা। আর এবার সেই বিষয়টাই আরো ভালো করে উঠে আসবে গল্পে।
সূত্রের খবর, এবার নাকি চাইল্ড ট্রাফিকিং-র গল্পও দেখানো হবে পর্দায়। তবে এই বিষয়ে যখন রুপালিকে জিজ্ঞেস করা হয় তখন তিনি রীতিমতো আঁতকে ওঠেন। নায়িকা বলেন, ‘হ্যাঁ! এবাবা এরম কিছু না। এখানে অনেক নাটক দেখা যাবে। যা যা রহস্য আছে সেটা আগামী পর্বে প্রকাশ্যে আসবে। কিন্তু গল্পে তাই বলে মোটেই এইসব অ্যাঙ্গেল নেই।’
অর্থাৎ গোটাটাই কেবল গুজব! তবে গল্পে চাইল্ড ট্রাফিকিং থাকুক বা না থাকুক, বড়সড় চমক যে আসছে সে কথা বলাই বাহুল্য। পাশাপাশি টিভিতে অভিনয় নিয়ে অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রীর কাছে সব ধরনের বিনোদন বিশেষ হয়। কিন্তু আমার কাছে টেলিভিশন খুব কাছের। সব থেকে বিশেষ।’