Rohit Shetty

তাব্বুর শাড়ি ইস্ত্রি করতেন, বেতন ছিল মাত্র ৩৫ টাকা, রোহিত শেঠির জীবনের গল্প অনুপ্রেরণা দেবে আপনাকেও

বলিউড(Bollywood) মানেই চাকচিক্যময় গ্ল্যামারাস একটা দুনিয়া। রূপোলী দুনিয়ার মোহতে আবিষ্ট হয়নি এমন মানুষ খুব কমই আছে। ইন্ডাস্ট্রিতে আগত প্রতিটি মানুষই এই জগতে নিজের নাম প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু বলিউড এমন এক গোলকধাঁধা যেটা সবার জন্য নয়। বিশেষ করে নিউ কামার্সদের জন্য এই জায়গা বড্ড কঠিন।

এমতাবস্থায় বেশিরভাগ তারকাই নিজেদের কানেকশনের দৌলতে বড়ো জায়গায় যেতে পেরেছেন। এর মধ্যে হাতে গোনা কিছু মানুষই আছেন যারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে ব্যাপক ছাপ ফেলতে পেরেছেন বি টাউনে। সেই তালিকায় রোহিত শেঠি জায়গা করে নেবেন কি? চলুন আজ দেখে নিই এই পরিচালকের সফর।

রোহিত শেঠি বলিউডের জুনিয়র আর্টিস্ট তথা ফাইট মাস্টার বি শেঠির ছেলে। আচমকাই মৃত্যু হয় তার। এরপর পরিচালকের পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হলে তার মা বাধ্য হয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বলিউডের জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি।

অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে কাজ করেন রোহিত। অজয় দেবগণের ‘ফুল অর কাটে’ সিনেমা দিয়ে হয় হাতেখড়ি। পরবর্তী সময়ে অভিনেত্রী তাব্বুর স্পট বয় হিসেবেও কাজ করেছেন তিনি। এক সময় তাব্বুর শাড়ি তিনিই ইস্ত্রি করতেন।

এরপর অক্ষয় কুমারের ছবি ‘সুহাগ’এ অভিনেতার বডি ডবলের কাজ করেছিলেন রোহিত। জেনে অবাক হবেন যে সেই সময় তার পারিশ্রমিক ছিল মাত্র ৩৫ টাকার মত।এরপর তিনি কাজ করেন ‘জুল্মি’, ‘রাজু চাচা’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘প্যায়ার তো হোনা হি থা’র মত ছবিতে কাজ করেন।

বলিউড,বিনোদন,গসিপ,রোহিত শেঠি,অভিনয় সফর,জীবন কাহিনী,Bollywood,Entertainment,Gossip,Rohit Shetty,Acting Career,Life story

২০০৩ সালে ‘জমিন’ সিনেমার হাত ধরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। শুরু হয় আসল সফর। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গোলমাল’র সাফল্যের কথা তো সকলেই জানেন। এরপর থেকে আর কখনই পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ব্যক্তিগত জীবনের কথা বললে, স্ত্রী মায়া এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখী গৃহকোণ তার।

Avatar

Moumita

X