হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়েছে তিন সন্তান! ছেলেমেয়েদের শায়েস্তা করতে ২ কোটি টাকার সম্পত্তি মন্দিরকে দান করলেন বৃদ্ধ

সম্প্রতি এক অবিশ্বাস্যকর সিদ্ধান্তের জেরে খবরের শিরোনামে এসেছেন তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধ ভেলাউধাম। তিনি একজন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। পেশায় তামিলনাড়ু সরকারের একজন স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। এই ব্যক্তি এখন খবরের পাতায়। কি এমন করেছেন এই বৃদ্ধ? জানা গেছে, তিনি তার বিপুল অর্থের সম্পত্তি ছেলেমেয়েকে না দিয়ে মন্দিরে দান করেছেন। যদিও এই দান করার কারণ সম্পর্কেও নিজেই জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন চাকরি করে তিনি বেশ অনেক অর্থ উপার্জন করেছেন। আর তার ২ হাজার ৬৮০ বর্গফুটের একটি বাড়ি আছে, যার মূল্য বর্তমানে প্রায় ২ কোটি টাকা। তিনি এই বাড়ি একটি মন্দিরকে দান করে দিয়ে যাবেন বলে জানিয়েছেন। ওই বৃদ্ধ অভিযোগ করেছেন, তাঁর সন্তানেরা তার মতামত অগ্রাহ্য করে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রীষ্টান হয়েছেন। তার তিন সন্তান, দুই মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তিন জনেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। আর তাই সন্তানদের শায়েস্তা করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি নিজে সনাতন হিন্দু ধর্মের উপাসক হলেও তার পুত্রবধূ ও দুই জামাই খ্রিস্টান। এমনকি নিজেদের ভালোবাসার জন্য ছেলেমেয়েরাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করার সময় নিজের পরিবারের কথা মোটেও ভাবেনি। তিনি এটাই ভাবতেন যে তার শেষকৃত্য সম্পন্ন করারও কেউ রইল না। তিনি একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে হিন্দু ধর্মের অনুসারী হিসাবে তিনি চেয়েছিলেন তার সন্তানরা তাদের শেষকৃত্য সম্পন্ন করুক। কিন্তু তার তিন পুত্র কন্যাই খ্রিস্টান ধর্ম অবলম্বন করে সুখে সংসার করছেন।

তার ছেলে একটি প্রাইভেট ফার্মে চাকরি করছে, এবং দুই জামাই সরকারি চাকুরিজীবী। তাই তাদের অন্নের অভাব হবেনা, এবং তিনজনেই খ্রীষ্ট ধর্মাবলম্বী হওয়ায় হিন্দু রীতি অনুযায়ী তার শেষকৃত্যে তাদেরকে লাগবে না। এই জন্য সন্তানদের উপর এক প্রকার রাগ করেই তিনি পরিবারের দেবতা কুমারকোট্টম মুরুগান মন্দিরে দান করেছেন তার বাড়িটি।

Papiya Paul

X