Koushik Dutta

রাখির বাজারেও বয়কট চিন, ৪ হাজার কোটি টাকার লোকসান বেজিং-এর

ভারতের সঙ্গে টক্কর নিয়ে যে খুব একটা ভালো কাজ হয়নি এখন তা পদে পদে বুঝতে পারছে চিন। রাখির বাজারেও চিন বিরোধী সুর বজায় থাকায় এবার ৪ হাজার কোটি টাকার ব্যবসা মার গেল বেজিং-এর। মোটামুটি রাখির বাজারে ৬ হাজার কোটির টাকার ব্যবসা হয়ে থাকে। চিন পায় ৪ এবং ভারতের খাতায় ২ হাজার কোটি টাকা। এবার পুরোটাই প্রবেশ করল ভারতের পকেটে। চিনের ঘরে শূন্য।