Koushik Dutta

অব্যাহত চিন বয়কটের ডাক, ভারতে বেজিং-এর বাজার কমল প্রায় ২৫ শতাংশ

সীমানায় যেমন অনড় সেনা। তেমনই ভারতের অনড় চিনা দ্রব্য বিরোধী অবস্থান। সাধারণ মানুষের মনে এখনও বয়কট করতে চাইছে চিনকে। সর্বোপরি অন্যান্যবারের তুলনায় এখন এ দেশে বেজিং বাজার হারিয়েছে প্রায় ২৫ শতাংশ। চিনের আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, ভারতে চিনা দ্রব্যের আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে প্রায় ২৪.৭ শতাংশ। অন্য দিকে চিনে অবশ্য খুব একটা কমেনি ভারতের বাজার।