Animal

বলিউডের পর এবার টলিউড কাঁপাবে ‘অ্যানিমাল’! রণবীরের চরিত্রে চিরঞ্জিত, দেখে নিন পুরো কাস্টিং

নিউজ শর্ট ডেস্ক: মুক্তির পর থেকেই ঝোড়ো ব্যাটিং করে চলেছে  রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত অ্যাকশন ড্রামা ‘অ্যানিমাল’ (Animal)। ১ ডিসেম্বর মুক্তির পর থেকেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই বলিউড (Bollywood) সিনেমা ইতিমধ্যেই বক্স অফিসে ব্লকবাস্টার হিট। যা খুব তাড়াতাড়ি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। মুক্তির পর থেকে এই ছবিটি মাত্র পাঁচ দিনে ৪৮১ কোটি টাকা আয় করে ফেলেছে।

আজকের দিনে দাঁড়িয়ে  তিন ঘন্টা ২১ মিনিটের সিনেমা রিলিজ করা মুখের কথা নয়। যদিও এই সিনেমার টাইমিং ছিল আরও বেশি, প্রায় চার ঘন্টা। মুক্তির পর থেকে গোটা দেশজুড়ে চর্চা চলছে অ্যানিমালরূপী রণবীরের। এই সিনেমায় রোমান্টিক রণবীর মুহূর্তেই মধ্যেই হয়ে উঠেছে সত্যিকারের অ্যানিমাল। সিনেমার গল্প যত এগিয়েছে রণবীরের চেহারার মধ্যে থাকা অ্যানিমেলের চেহারা আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে।

গল্পের পরতে পরতে রয়েছে একজন বাবার প্রতি তার ছেলের নিঃস্বার্থ ভালোবাসার কাহিনী। যার সাথে বেশ অনেকটাই মিল পাওয়া যায় ৯০ দশকের বাংলা সিনেমার। এরই মধ্যে এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় বাংলা সিনেমার সেই পুরনো নস্টালজিয়া ফিরিয়ে দিয়েই তুলে ধরেছেন  অ্যানিমাল সিনেমার বাংলা ভার্সন (Bengali Version)। বাংলায় এই সিনেমা তৈরী হলে কাকে কাকে কাস্টিং করা হতো সেই তালিকাও সামনে এনে ফেলেছেন তিনি।

রণবীর কাপুর,Ranbir Kapoor,অ্যানিমাল,Animal,বাংলা ভার্সন,Bengali Version,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjeet Chakraborty,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

যা দেখা মাত্রই হেসে লুটোপুটি খাচ্ছে গোটা নেটপাড়া। বলা হচ্ছে  অ্যানিমালের মত সিনেমা যদি বাংলায় তৈরি হতো তাহলে তার নাম হতো ‘জানোয়ার’।  আর সেই সিনেমার পরিচালনা করতেন বাংলার স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরী। শুধু তাই নয় এই সিনেমায় কার চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করতেন সেই তালিকা সামন দিয়েছেন মজাদার ক্যাপশন।

আরও পড়ুন: চোখে ঘৃণা, মুখে হাসি! দীপা চরিত্রে স্বস্তিকার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

এই যেমন অ্যানিমাল রূপী রণবিজয় সিং-এর সাথে চিরঞ্জিতের তুলনা করে মজাদার ক্যাপশন দিয়ে লেখা হয়েছে ‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু বাবা হারালে বাবা পাওয়া যায় না!’

রণবীর কাপুর,Ranbir Kapoor,অ্যানিমাল,Animal,বাংলা ভার্সন,Bengali Version,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjeet Chakraborty,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এই বিজয়ের বাবা অর্থাৎ অনিল কাপুর অভিনীত বলবীর সিং-এর র চরিত্রে কালী বন্দ্যোপাধ্যায় অভিনয় করলে তিনি বলতেন- ‘অপরাধীর জন্ম দিয়েছি আমরা রানু। অপরাধী। একে এখনই বোর্ডিং স্কুল পাঠাও।’

ববি দেওল অভিনীত অব্রার হক চরিত্রে বাংলার বিখ্যাত ভিলেন সৌমিত্র ব্যানার্জী অভিনয় করলে তিনি হয়তো শুধু গাড়ি দেখিয়ে ইশারা করতেন। ব্যাস তাহলেই গুন্ডারা বুঝে যেতো বস আসলে বলছে- ‘মালটাকে গাড়িতে তোল!’

আরও পড়ুন: পরকীয়া সুস্থতার লক্ষণ! বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিস্ফোরক অপরাজিতা

রণবীর কাপুর,Ranbir Kapoor,অ্যানিমাল,Animal,বাংলা ভার্সন,Bengali Version,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjeet Chakraborty,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

রশ্মিকে মান্দানা অভিনীত গীতাঞ্জলি চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করলে তিনি হয়তো দাঁত চিবিয়ে, চোখ ছলছলে অবস্থায় বলতেন- ‘বাবার জন্য তোমার ভালোবাসা তোমাকে একদিন শেষ করে দেবে বিজয়।’

সবশেষে রয়েছেন তৃপ্তি দিমরি অভিনীত জোয়া চরিত্রে মুনমুন দেবী। তার ক্ষেত্রে ক্যাপশন উহ্য রেখেই বলা হয়েছে ‘ থাক! কিছু বলছি না।’

Avatar

anita

X