Bollywood,Entertainment,Gossip,Liger,Vijay Debrakonda,Ananya Pandey,Chunkey Pandey,অনন্যা পান্ডে,বলিউড,চাঙ্কি পান্ডে,বিনোদন,গসিপ,লাইগার,বিজয় দেবরাকোন্ডা

‘সিনেমার ব্যবসা অনন্যা ভালোই বোঝে’, লাইগারের ব্যর্থতার পর মেয়ের হয়ে সাফাই গাইলেন চাঙ্কি পান্ডে

একটার পর একটা ছবি করলেও সাফল্য আর আসছেনা। প্রায় সব কটি ছবিই ধরাশায়ী হয়ে পড়েছে বক্স অফিসে। আর এই তালিকায় রয়েছে বিজয় দেবরাকোন্ডার ‘লাইগার’ও। ১২০ কোটি বাজেটের ছবির বক্স অফিস কালেকশন ছিল মাত্র ২০ কোটি। আর এই ডিজাস্টারের জন্যে দায়ী নাকি তার খারাপ অভিনয়।

আমরা কথা বলছি চাঙ্কি কন্যা অনন্যার কথা। ছবি ফ্লপ হওয়ার পর থেকেই তুমুল ট্রোল করা হয় অনন্যাকে। সেই মুহূর্তে কোন মন্তব্য না করলেও অবশেষে লাইগারের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডের বাবা চাঙ্কি পান্ডে।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণের সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা ইতিমধ্যেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। তাই খুব স্বাভাবিকভাবেই তার কাছ থেকে ব্যাপক প্রত্যাশাও ছিল দর্শকদের। যদিও সেসব প্রত্যাশায় জল ঢেলে ছবিকে ডিজাস্টারের খাতায় তুলে দিয়েছেন তিনি।

Bollywood,Entertainment,Gossip,Liger,Vijay Debrakonda,Ananya Pandey,Chunkey Pandey,অনন্যা পান্ডে,বলিউড,চাঙ্কি পান্ডে,বিনোদন,গসিপ,লাইগার,বিজয় দেবরাকোন্ডা

জানিয়ে রাখি এটাই ছিল এটাই ছিল অনন্যার প্রথম বাই-লিঙ্গুয়াল সিনেমা। তবে অনুরাগীদের মতে ছবিটি যতটুকু আয় করেছে তা কেবলই বিজয়ের কারণেই। আর ছবিটি যদি ফ্লপ হয়েছে তাহলে তা কেবলই অনন্যার খারাপ অভিনয়ের কারণে। অনন্যার অভিনয় নাকি পাতে দেওয়ার যোগ্য না।

আর সম্প্রতি এই নিয়েই মুখ খুললেন অনন্যার বাবা চাঙ্কি পান্ডে। অভিনেতা জানান, ‘এটা যে কোনও সিনেমার ক্ষেত্রেই হতে পারে। একজন অভিনেতা নিজের ১০০ শতাংশ দেয়, তারপর প্রচার করে, তারপর যখন সবকিছু ঠিকঠাক চলে না তখন ভেঙে পড়ে। তবে তোমাকে এটা নিয়েই থাকতে হবে, এবং এগিয়ে যেতে হবে। এটা খুব ট্রিকি বিজনেস, আর অনন্যাও এটা খুব ভালো করে বোঝে।’

এদিকে ছবি ফ্লপ হওয়ার পর ছবির প্রযোজক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘চিল গাইজ!!! একটা ছোট ব্রেক (সোশ্যাল মিডিয়া থেকে) @PuriConnects ফিরবে আরও বড় হয়ে, ভালো আর উন্নত হয়ে। ততক্ষণ নিজে বাঁচো আর অন্যকেও বাঁচতে দাও।’

Avatar

Moumita

X