চলতি বছরটা একেবারেই ভালো যায়নি বলিউডের। দক্ষিণী ইন্ডাস্ট্রির তাণ্ডবের সামনে একেবারে মিইয়ে পড়েছে বি টাউন। ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ভুলভুলাইয়া’, ‘গাঙ্গুবাঈ কাঠায়াওয়াড়ি’র মত কয়েকটা ছবি বাদ দিয়ে বাকি সমস্ত ছবিই রীতিমত মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
এরই মধ্যে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘সার্কাস’। বলিউডের বাজিরাও থেকে নির্মাতা প্রত্যেকেরই অনেক আশা ছিল এই ছবিটি নিয়ে। কিন্তু ছবির আয় দেখে সমস্ত আশাই এখন বিশ বাঁও জলে। যে রকম আয় আশা করা হয়েছিল তার ধারেকাছেও পৌঁছায়নি।
বলিউড ভিত্তিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে অর্থাৎ ২৩ ডিসেম্বর শুক্রবার ছবির আয় ছিল ৬.২৫ কোটি টাকা। এদিকে দ্বিতীয়দিন আয় খানিকটা বেড়ে ৬.৪০ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ গত দুইদিনে সর্বসাকুল্যে ছবির মোট আয় প্রায় ১২.৬৫ কোটি টাকা।
প্রথম সপ্তাহ শেষ হতে আর মাত্র একদিন অর্থাৎ রবিবার বাকি। ট্রেড অ্যানালিস্টদের মতে, এইদিন খুব বেশি হলে ৬ থেকে ৭ কোটি রোজগার করবে ছবিটি। অর্থাৎ সপ্তাহান্তে ছবির আয় হতে পারে প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি। রণবীর সিং-র মত একজন শীর্ষস্থানীয় অভিনেতার জন্য যা খুবই দূর্ভাগ্যজনক।
প্রসঙ্গত উল্লেখ্য, রণবীর সিং ছাড়াও রোহিত শেঠি পরিচালিত সার্কাস ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেস এবং বরুণ শর্মা। যাইহোক, এই ছবির স্টারকাস্ট অনেকটাই নজরকাড়া। তবুও দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মাল্টিস্টারার এই ছবিটি।
‘সার্কাস’ ছবির আগে পরিচালক রোহিত শেঠি এবং অভিনেতা রণবীর সিং একসঙ্গে ‘সিম্বা’ ছবিতে কাজ করেছিলেন। রোহিত শেঠির ছবি ‘সূর্যবংশী’-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। উল্লেখ্য, ২০২২ সালে রণবীর সিং ‘জয়েশভাই জোর্দার’ ছবিতে কাজ করেছিলেন। এই ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।