পার্থ মান্নাঃ ‘রাইট টু এডুকেশন’ আইন অনুযায়ী পঞ্চম শ্রেণীকে প্রাইমারি শিক্ষার আওতায় যুক্ত করা উচিত। সেই হিসাবে ২০১৯ সাল থেকেই কাজ চালু হয়ে গিয়েছে। একাধিক প্রাইমারি বিদ্যালয়ে ক্লাস ফাইভ চালু করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পক্রিয়া অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে। তবে, এবার সেই পক্রিয়ায় গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাইমারিতে যুক্ত হচ্ছে ক্লাস ফাইভ
গতকাল অর্থাৎ বুধবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানা যাচ্ছে, ২০২৫ সালের শিক্ষাবর্ষ চালু হলে নতুন করে ২৩৩৫ টি প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ যুক্ত করে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই মর্মে স্কুল শিক্ষা দফতর থেকে প্রাথমিক স্কিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জানাচ্ছেন, ‘আগামী শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চালুর বিষয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। প্রতিবছর যতটা সম্ভব প্রাথমিক বিদ্যালয়ের সাথে ক্লাস ফাইভ যুক্ত করার পক্রিয়া চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৫০,০০০ সরকারি স্কুল রয়েছে ধীরে ধীরে সবকটিকেই এই নিয়মের আওতায় নিয়ে আসা হবে।
কোন জেলায় কত স্কুলে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্তি হয়েছে?
ইতিমধ্যেই রাজ্যের কোন জেলায় কতগুলি স্কুলে পঞ্চম শ্রেণীকে প্রাইমারির অন্তর্ভুক্ত করা হবে তা জানা গিয়েছে। সেগুলি হল নিম্ন রূপ –
হাওড়াতে -১৪৫ টি স্কুল
হুগলিতে – ২০৮ টি স্কুল
কলকাতা – ৫২ টি স্কুল
উত্তর ২৪ পরগণা – ১৯৮ টি স্কুল
দক্ষিণ ২৪ পরগণা – ৩২৭ টি স্কুল
পূর্ব মেদিনীপুর – ৬১ টি স্কুল
পশ্চিম মেদিনীপুর – ৬৫ টি স্কুল
পূর্ব বর্ধমান – ৮৩ টি স্কুল
পশ্চিম বর্ধমান – ৮৭ টি স্কুল
বীরভূম – ১১৯ টি স্কুল
বাঁকুড়া – ৪৫ টি স্কুল
পুরুলিয়া – ২৪ টি স্কুল
জলপাইগুড়ি – ২৭ টি স্কুল
উত্তর দিনাজপুর – ৭৯ টি স্কুল
দক্ষিণ দিনাজপুর – ১৭ টি স্কুল
মালদা – ২২৯ টি স্কুল
কোচবিহার – ২৫ টি স্কুল
প্রসঙ্গত, শুধুমাত্র প্রাইমারিতে ক্লাস ফাইভ অন্তর্ভুক্তিকরণ করলেই হবে না। একইসাথে আরও প্রায় ৫০ হাজার মত শিক্ষক নিয়োগ করতে হবে। এই মর্মে জুলাই মাসেই ডিআইদের প্রাথমিকের পঠনপাঠনে নতুন বিন্যাসের জন্য কি প্রয়োজন সেটার তালিকা তৈরী করতে বলা হয়েছিল। এর জন্য একটি পাঁচ সদস্যের টিম গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।