Papiya Paul

টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়াল, রইল তালিকা

পুরো উদ্যমে সিরিয়ালগুলি শুরু হলেও বেশ কিছু সিরিয়াল এমন থাকে যা টিআরপির অভাবে অচিরেই বন্ধ হয়ে যায়। তেমনই একটি ধারাবাহিক কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে, সেটি হলো “দেশের মাটি”। পুরো উদ্যমে শুরু হলেও কমে গিয়েছিল টিআরপি, মানুষের ভালোবাসা সেই ভাবে অর্জন করতে পারেনি এই সিরিয়াল। তাই বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে স্টার জলসার দেশের মাটি সিরিয়ালটি।

   

তবে দেশের মাটি ছাড়াও আরো একটি সিরিয়ালের এখন তথৈবচ অবস্থা। তিতলি ধারাবাহিকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রাতের স্লটে, এবার প্রায় বন্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে তিতলি। যদিও রাত সাড়ে দশটায় কোনোভাবে দেখানো হচ্ছিল কোনরকমে, কিন্তু ধারাবাহিকের সময় বদলে দেবার পর এবার চিরতরে বন্ধ হতে চলেছে এই সিরিয়াল।

স্টার জলসার তরফ থেকে ইতিমধ্যেই তিতলির পৌঁছে গেছে খবর। স্বাভাবিকভাবেই ভীষণভাবে মন খারাপ প্রত্যেক সদস্যের। শেষদিনের শুটিংয়ের দিন সকলে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ধারাবাহিকটি গড়ে উঠেছিল শারীরিকভাবে অক্ষম একটি মেয়ের পাইলট হবার গল্প নিয়ে। প্রথমদিকে সকলের মধ্যে উন্মাদনার তৈরি করতে পারলেও ধীরে ধীরে গল্পের মোড় এমন এক দিকে ঘুরে যায়, যার ফলে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে উপহাসের সম্মুখীন হতে হয়েছিল এই সিরিয়ালকে।

তিতলি ধারাবাহিকের পাশাপাশি দেশের মাটি ধারাবাহিকে নিয়ে ভীষণভাবে উন্মাদনা ছিল দর্শকমহলে। দেশের মাটি বন্ধ হয়ে যাচ্ছে এই খবর পেয়ে কেঁদে আকুল দর্শকরা। দেশের মাটির জায়গায় আসছে নতুন ধারাবাহিক, খুকুমণি হোম ডেলিভারি। তবে তিতলি জায়গায় কোন ধারাবাহিক সম্প্রচারিত করা হবে তা এখনো জানা যায়নি।

লাস্ট বাট নট দ্য লিস্ট, বন্ধ হতে চলেছে গোলমেলে গোল। মাত্র ১৬ টি পর্বের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এই রিয়েলিটি শো। এর আগে এত কম সময়ের মধ্যে কোন রিয়ালিটি শো বন্ধ হয়ে যায়নি। দর্শকদের অভিযোগ, অতিরঞ্জিত করার প্রক্রিয়া চলছিল প্রথম থেকেই। সবকিছু ভালো হওয়া সত্ত্বেও মানুষের মনে জায়গা করে রাখতে পারল না এই কুকিং শো টি। ফলে তালগোল পাকিয়ে এবার জায়গা ছাড়তে হচ্ছে “গোলমেলে গোল” কে।