‘বাংলা সিরিয়াল মানেই তিনটে বিয়ে, কূটকাচালি!’ নির্মাতাদের ভালো গল্প দেখানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিউজশর্ট ডেস্কঃ Mamata Banerjee on Bengali Mega Serial : প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় বাড়ির মহিলাদের বিনোদনের যোগান দেয় সিরিয়ালগুলো। তাই সারাদিনের ব্যস্ততা কাটিয়ে বিকেল থেকে একটানা রাত এগারোটা অব্দি টেলিভিশনের নানা রকমের বাংলা সিরিয়াল(Bengali Serial) দেখতে বসে পড়েন দর্শকেরা। তবে শুধু সাধারণ মানুষই নয় বাংলা সিরিয়াল দেখতে অভ্যস্ত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে ঠিক সময় বার করে নিজের পছন্দের সিরিয়াল দেখার টাইমটুকু খুঁজে নেন তিনি।

সম্প্রতি টেলি একাডেমী অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কার তুলে দিতে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে এসে তিনি অনুরাগের ছোঁয়া(Anurager Chhowa) , জগদ্ধাত্রী(Jagaddhatri), হরগৌরী পাইস হোটেল(Horogouri Pice Hotel), নিম ফুলের মধুর(Neem Phooler Madhu) মত সিরিয়ালের নাম উল্লেখ করেছেন। শুধু নাম নয়, কোন সিরিয়ালে কি চলছে সে সম্পর্কেও যথেষ্ট ধারণা রয়েছে তার। ইদানিং বাংলা সিরিয়াল মানে একজনের একাধিক বিয়ে, কুটকাচালি, পরকীয়া এগুলোই চলে।

তবে এইসব কনটেন্ট ছাড়াও নীল এবং তিয়াসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিষয়বস্তু পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি ‘রামপ্রসাদ’ ধারাবাহিকের সব্যসাচী চৌধুরীর তিনি যে অনেক বড় ফ্যান সেকথা উল্লেখ করেছেন। এদিন ‘অনুরাগের ছোঁয়া’র দুই মিষ্টি সদস্য সোনা এবং রুপার প্রশংসা করেছেন তিনি। তবে এই সবের মাঝেও সিরিয়ালের বিতর্কিত অংশ নিয়েও মুখ খুলেছেন তিনি।

Ramprasad Serial

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আর একটা জিনিস তো আপনাদের আছেই। একজনের তিনটে বিয়ে হচ্ছে… আর একটা কুটকাচালি থাকবেই। নেগেটিভ রোল। পজেটিভটাকে নেগেটিভ করে দেওয়া, সিরিয়ালটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। আর যদি কেউ চলে যায় তাকে মেরে দেওয়া। এসব কিন্তু আমি দেখলেই বুঝতে পারি।”

এগুলোর পাশাপাশি তিনি বাংলা সিরিয়ালের ক্রিয়েটিভ টিমের কাছে অনুরোধ করে বলেছেন যে যেহেতু খারাপ জিনিস লোকের বেশি তাড়াতাড়ি গ্রহণ করে, কোনও অপরাধমূলক দৃশ্য দেখানোর পরে কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারটা যাতে সিরিয়ালে দেখানো হয়।

Papiya Paul

X