CM says pending DA will be paid and arrear to be given in upcoming 6 months

৬ মাসের মধ্যে মেটানো হবে সব বকেয়া DA, কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা রাজ্য সরকারের

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের কর্মীরা দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে প্রতিবাদ করেই চলেছেন। একদিকে যেমন বকেয়া রয়েছে তেমনি কেন্দ্রীয় হারে DA না মেলায় চলছে আন্দোলন। একাধিকবার কর্মী সংগঠনের সাথে বৈঠকেও বসেছে সরাকর। কিন্তু তাতে সুরাহা তেমন হয়নি। এসবের মাঝেই শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ফের মহার্ঘ্য ভাতা বাড়াতে পারে কেন্দ্র। তার আগেই এবার কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

যদিও কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে করোনাকালীন সময়ের বকেয়া ডিএ মিলবে না। তবে এবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখু সিং জানালেন রাজ্যের আর্থিক পরিস্থিতির উন্নতি হলেই সেটা কর্মীদের দেওয়া হবে। শুধু তাই নয় কতদিনে পরিস্তিতি স্বাভাবিক হতে পারে তারও একটা আভাস দিয়েছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজনৈতিক লাভের স্বার্থে সরকারি কোষাগারের অপব্যবহার হতে দেব না’।

কবে মিলবে বকেয়া DA?

মুখ্যমন্ত্রীর মতে আগামী ৬ মাসের মধ্যেই স্থিতিশীল হবে হিমাচল প্রদেশের অর্থনীতি। সেটা হলেই বকেয়া DA দিয়ে দেওয়া হবে কর্মীদের। তবে বর্তমানে যারা অভাবী তাদের জন্যই সরকারি অর্থ ব্যবহার করা হবে। একইসাথে সরকারি খরচের হিসেবও দিয়েছেন তিনি। তাঁর মতে, বর্তমানে সরকার ১০০ টাকা খরচ করলে তার ২৫% কর্মীদের বেতন ও ১৭% কর্মীদের পেনশন দিতে খরচ করে। এছাড়া ১১% টাকা সুদ হিসাবে ও ৯% টাকা ঋণ শোধের জন্য খরচ হচ্ছে। ১০% টাকা অনুদান ও ২৮% মূলধন ও অন্যান্য কাজে খরচ হচ্ছে।

প্রথম যখন সরকার ক্ষমতায় আসে তখন রাজ্যের উপর বিপুল ঋণ ছিল। সেই থেকে ধীরে ধীরে ঋণ কমানো হয়েছে। তাছাড়া রাজস্ব ঘাটতিও কমছে প্রতিবছরেই। ২০২১-২২ সালে যেখানে ১০ হাজার কোটি টাকার ঘাটতি ছিল সেটা ২০২৫-২৬ এ কমে ৩০০০ কোটি করা হবে। এর পাশাপাশি কর্মীদের ৭% হারে ডিএ দেওয়া হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X