ছোট পর্দার হাত ধরে শুরু করেছিলেন অভিনয়। বর্তমানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বড়পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্ম। কথা হচ্ছে বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে (Vikrant Massey)নিয়ে। সম্প্রতি বলিউড জগত নিয়ে এক অজানা গল্প শোনালেন এই অভিনেতা।
পুরুষ অভিনেতাদের চাইতে কম দেওয়া হয় মহিলা অভিনেতাদের পারিশ্রমিক। এই অভিযোগ শোনা যাচ্ছে দীর্ঘ বছর ধরেই। এই বৈষম্যের প্রসঙ্গ তুলে বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহু অভিনেত্রীরা। যদিও পারিশ্রমিক নিয়ে একেবারে অন্যরকম সুর শোনা গেল অভিনেতা বিক্রম ম্যাসির গলায়। অভিনেতার মতে, যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে সেটা অনেকাংশে সত্যি হলেও তার ক্ষেত্রে কিন্তু উল্টোটা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘আমি বেশিরভাগ ছবিতে কাজ করেই দেখেছি আমার চাইতে বেশি পারিশ্রমিক পান আমার সহ অভিনেত্রীরা। যদিও অনেকদিন ধরেই বহু অভিনেত্রী অভিযোগ তুলেছেন যে পুরুষ অভিনেতারা বেশি পারিশ্রমিক পান। এ কথা অবশ্যই কিছু ক্ষেত্রে সত্যি। তবে আমার ক্ষেত্রে ঘটে উল্টোটা’।
অভিনেতার সংযোজন, ‘আমার সকল অভিনেত্রীরা আমার চাইতে অনেকটাই বেশি পারিশ্রমিক পান, কিন্তু এই বিষয় নিয়ে আমি কখনও কোনো ঝামেলা করিনি। কারণ আমি বাস্তবটা বুঝতে পারি। আমি যতই কাজ করি না কেন কখনই দীপিকা পাড়ুকোন এর মত পারিশ্রমিক পাব না। ‘গিন্নি ওয়েডস সানি’ ছবিতে আমার পরিশ্রম ছিল অনেকটাই। আসলে এই বিষয়গুলিকে যে যেভাবে দেখতে চান সেই ভাবেই দেখেন’।
বিক্রম আরও বলেন, ‘আমি জানি আমার ছবিগুলি সেভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারে না। বিশেষ করে যে সমস্ত ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করি সেই ছবিগুলো অতটা পছন্দ করেন না দর্শকরা। আমাকে এখনও অনেক কিছু শিখতে হবে। অনেকটা পথ এগিয়ে যেতে হবে। আমি যেভাবে কাজ করছি তাতে আমি খুশি’।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বিক্রম ম্যাসি অভিনীত ছবি ‘গ্যাসলাইট’। অভিনেতার বিপরীতে দেখা গেছে সইফ আলী খানের কন্যা সারা আলি খানকে। খুব শীঘ্রই নতুন ছবি নিয়ে অ্যামাজন মিনি টিভিতে হাজির হতে চলেছেন বিক্রম। ছবির নাম ‘ক্রাইম আজকাল’।