লকডাউন এবং অতিমারির কারণে জোর ধাক্কা খেল কোল ইন্ডিয়া। ২০২০-২১ চলতি অর্থবর্ষের প্রথম ভাগেই গত বছরের তুলনায় লাভ কমল ৫৫.১২ শতাংশ। লকডাউনের কারণে বাজার, কারখানা ইত্যাদি বন্ধ থাকায় থেমে ছিল কাজ। কমে গিয়েছিল উৎপাদন। তার ফলেই যে এই হ্রাস তা সহজে অনুমেয়। জানা যাচ্ছে গতবারের এই সময়ের প্রোফিট ছিল 4,629.87 কোটি টাকা। তার তুলনায় এবার সেটা এসে হয়েছে 2,077.51 কোটি টাকা।