বুধবার কমনওয়েলথ গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং বার্বাডোজ। এই ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বার্বাডোজ। কমনওয়েলথ গেমসের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত।
ভারতের শুরুটা ভাল হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা ওপেনার স্মৃতি মন্ধানা ৭ বলে ৫ রান করেই সাজঘরে ফিরলেন। তবে অন্য ওপেনার শেফালি বর্মা এবং তিন নম্বরে নামা জেমিমা রড্রিগেজের আগ্রাসী ব্যাটিং ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৭১ রান। শেফালি করলেন ২৬ বলে ৪৩ রান। জেমিমা অপরাজিত থাকলেন ৪৬ বলে ৫৬ রান করে। ভারতের ইনিংস শেষ হয় ১৬৩ রানে।
জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন ক্যারিবিয়ানরা। ভারতীয় বোলারদের দাপটে ৯৯ রানেই শেষ হয়ে যায় বার্বাডোজের ইনিংস। বার্বাডোজকে ১০০ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কউররা।