Arijit

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিয়তা! করোনা আক্রান্ত ৮ ভারতীয় ক্রিকেটার

আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। তবে ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। করোনা আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের আটজন সদস্য। শিখর ধাওয়ান, শ্রেয়স আইআর, ঋতুরাজ গায়কোযাড সহ আরও আটজন করোনা আক্রান্ত হলেন ভারতীয় শিবিরে।

   

আগামী 6 ই ফেব্রুয়ারি থেকে আমেদাবাদে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই সমগ্র ভারতীয় দল আমেদাবাদে পৌঁছে গিয়েছে। আর আমেদাবাদ পৌঁছে ভারতের প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হলে সেখানে করোনা ধরা পড়ে ভারতীয় ক্রিকেটারদের। জানা গিয়েছে শ্রেয়স আইআর, শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোযাড এছাড়াও রিজার্ভ বেঞ্চে থাকা নবদ্বীপ সাইনিও করোনা আক্রান্ত। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা অক্ষর প্যাটেল করোনায় আক্রান্ত। যদিও তিনি ওয়ানডে খেলছেন না এবং বাকি করোনা আক্রান্তরা প্রত্যেকেই ভারতীয় দলের স্টাফ।

ইতিমধ্যেই এই প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলক নির্ভিতবাসে পাঠানো হয়েছে। পরিস্থিতি যা তাতে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে ক্রিকেটারদের খেলার সম্ভাবনা খুবই কম। তবে ভারতীয় রিজার্ভ বেঞ্চে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে তাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে দল নামাতে কোন প্রকার অসুবিধার মধ্যে পড়তে হবে না ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।