বাংলা এবং বাঙালি এই দুইয়ের কাছে মহারাজা হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তাঁকে নিয়ে উদ্দীপনা থমকে থাকেনা তার ভক্তদের মধ্যে। তবে আজ কথা হবে না সকলের প্রিয় দাদাকে নিয়ে। বরং কথা বলব তাঁর মেয়ে সানা গাঙ্গুলিকে (Sana Ganguly)নিয়ে।
মাত্র কয়েকদিন আগেই জানা গিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সানা। যেখানে তিন বছরের কোনও কোর্স সম্পূর্ণ করতে হলে গুনতে হয় ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। তবে এখানেই শেষ নয়। আলাদা ভাবে দিতে হবে টিউশন ফি। দিতে হবে হোস্টেল খরচ এবং খাওয়া-দাওয়ার খরচ। আর এবার প্রকাশ্যে এলো তাঁর সম্পর্কে আরও এক তথ্য।
পড়াশোনার পাশাপাশি নাকি একটি নামি সংস্থায় ইন্টার্নশিপ করেন সৌরভ কন্যা। আর এই কাজ করেই বছরে প্রায় ৩০ লক্ষ টাকা আয় করেন সানা। এই তথ্য জানা গেছে UK.indeed.com নামক এক ওয়েবসাইট। জানা যাচ্ছে, সানার বয়সে থাকাকালীন সৌরভ গাঙ্গুলিও রোজগার করতে পারেননি এই পরিমাণ টাকা।
কলকাতার লরেটো হাউস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন সৌরভ কন্যা। বর্তমানে পড়াশুনা করছেন বিশ্বের সবচেয়ে নামি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তিনি যুক্ত Enactus UCL নামক এক সংস্থার সঙ্গে। বর্তমানে সানা কাজ করার সুযোগ পাচ্ছেন ‘এইচএসবিসি’, ‘কেপিএমজি’, ‘গোল্ডম্যান স্যাক্স’ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে।
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলী মানেই বাঙালির কাছে অন্য এক আবেগ। সকলের কাছে তিনি পরিচিত দাদা হিসেবে। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন দেশকে তিনি বহুবার জিতিয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচে। তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সমস্ত অধিনায়কদের মধ্যে অন্যতম ছিলেন। তাই খুব স্বাভাবিকভাবেই ভক্ত সংখ্যা কম নয় তাঁর। আর সকলেরই জানার ইচ্ছে দাদাকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে।