Papiya Paul

লকডাউন নিয়ে এই নিয়ম জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার

 

   

মৃত্যুর হার কমলেও পশ্চিমবঙ্গে দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে হাওড়া ও কলকাতা পুরসভা চিন্তা বাড়াচ্ছে গোটা জেলার। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় কড়া লকডাউন করা হয়েছে। তবে আজ নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, ‘ আপতত রাজ্য সরকারের সারা রাজ্যে লকডাউন করার কোনোও পরিকল্পনা নেই। শুধুমাত্র কনটেইনমেন্ট জোন গুলিতে বিধিনিষেধ চালু থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে এখন 144 পার মিলিয়ন টেস্ট হয়েছে। আগামী মাসের মধ্যে 275 পার মিলিয়ন টেস্ট হবে।