Papiya Paul

আজই কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল’ শুরু করতে চলেছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স

 

   

মৃত্যুহার কমলেও সারা দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।করোনার জেরে রীতিমত পাল্টে গিয়েছে মানুষের চেনা জীবন যাত্রা। এমন সময় করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য মরিয়া প্রত্যেকটি দেশের বিজ্ঞানীরা। আজ করোনা ভ্যাকসিনের বৃহত্তম পরীক্ষা করতে চলেছে ভারত। কেন্দ্রের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর আজ কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করবে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স। দেশের মোট 12 টি প্রথমসারির হাসপাতলে প্রাথমিক পর্যায়ে 375 জন স্বেচ্ছাসেবীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।