শুরু হয়ে গিয়েছে করোনার তৃতীয় ঢেউ, এমনটাই জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বৃহস্পতিবার হু-র প্রধান বললেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি।’’
গোটা বিশ্বের 111 টি দেশ করোনার ডেল্টা রূপ নিয়ে চিন্তায় রয়েছে। হু এর প্রধান জানিয়েছেন, ‘বিশ্বের অনেক দেশই সংক্রমণ কমে যাওয়ায় করোনা বিধি এড়িয়ে চলছে সেই সঙ্গে ডেল্টার বিস্তার নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে তারই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
করোনা ভাইরাস ক্রমশ নিজের রূপ বদলাচ্ছে এবং আরও শক্তিশালী হয়ে মানবজাতির ওপর আক্রমণ করছে। সেই সঙ্গে এই ঊর্ধ্বমুখী সংক্রমণই আমাদের তৃতীয় ঢেউয়ে নিয়ে যাবে বলে দাবি করেছেন ও হু প্রধান টেড্রস অ্যাডানম। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এর হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় দ্রুত টিকাকরণ। বিশ্বের প্রত্যেকটি দেশকে এই বছরের মধ্যে মোট জনসংখ্যার 40 শতাংশ টিকাকরণ করতে হবে। তবেই আমরা তৃতীয় ঢেউ থেকে রক্ষা পাবো।