নিউজশর্ট ডেস্কঃ ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। এবার ক্রেডিট কার্ডের(Credit Card) লেনদেন সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা যাচ্ছে যে এবার ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি বা দোকান ভাড়া সোসাইটি ফি, টিউশন ফি এগুলো দেওয়ার মতো পেমেন্টের অপশনগুলো ক্রেডিট কার্ড থেকে তুলে নিতে পারে আরবিআই(RBI)।
অর্থাৎ বোঝাই যাচ্ছে এই নিয়ম শুরু হলে গ্রাহকদের ওপর একটা বিরাট চাপ পড়তে পারে। এটাও জানা গিয়েছে যে, আরবিআই এইরকম লেনদেনের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। আরবিআই-এর বক্তব্য অনুযায়ী ক্রেডিট কার্ড তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা ব্যবসায়ীদের সঙ্গে অর্থ লেনদেন করতে পারে। ব্যক্তিগত লেনদেনের জন্য এই ক্রেডিট কার্ড তৈরি করা হয়নি।
গ্রাহক এবং মার্চেন্ট ছাড়া যদি অন্য কোন কারণে লেনদেন হয়। তাহলে ব্যবহারকারীকে একটি ব্যবসায়িক একাউন্ট খুলতে হবে। এক্ষেত্রে নিয়মের কিছু পার্থক্য রয়েছে। রিপোর্ট বলছে যে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য ক্রেডিট কার্ডগুলোকে আরো বেশি করে ব্যবহার করছে। শুধুমাত্র ফেব্রুয়ারিতেই ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১.৫ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আরবিআই।
আরও পড়ুন: 100 Note: বাড়ি বসেই কোটিপতি! ১০০ টাকার এই নোট থাকলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা
বিগত কয়েক বছর ধরে বেশ কিছু ফিনটেক কোম্পানি এসেছে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া দেওয়ার অপশন নিয়ে এসেছে। এই জন্য ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা একটি বিশেষ অ্যাকাউন্ট খুলেছেন। এই পেমেন্টের ক্ষেত্রে কোম্পানি এই সুবিধা দেওয়ার জন্য এক থেকে তিন শতাংশ পর্যন্ত চার্জ কেটে নেয়। এর ফলে কোম্পানির লাভ হচ্ছে। তবে ক্রেডিট কার্ডের ওপরে চাপ বেড়ে যাচ্ছে।
তবে গ্রাহকেরাও এর মাধ্যমে অনেক সুবিধা গ্রহণ করতে পারছেন। যেমন নগদ টাকা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া দিলে সেই টাকা মেটানোর ক্ষেত্রে ৫০ দিনের সুযোগ পাচ্ছে। এর পাশাপাশি ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্ট ও পাওয়া যাচ্ছে। তবে এই ক্রেডিট কার্ড সংক্রান্ত বিষয়ে এবার আরবিআই সজাগ হওয়ার পর ব্যাংকগুলো সজাগ হয়ে উঠেছে। অনেক ব্যাংক বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও রিওয়ার্ড পয়েন্ট দেওয়া ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে।