মুরলীধরন নয়, আমিই সর্বকালের সেরা অফ-স্পিনার, অদ্ভুত দাবি ক্রিস গেইলের

ব্যাট হাতে এখনও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিস গেইল। লম্বা লম্বা ছয় মারা ক্রিস গেইলের কাছে অত্যন্ত সহজ ব্যাপার। ব্যাট হাতে ক্রিস গেইলের দক্ষতা নিয়ে কোনদিন কারুরই প্রশ্ন তোলার সাহস নেই কিন্তু বোলার ক্রিস গেইল? গেইল নাকি মুথাইয়া মুরলীধরনের থেকেও ভাল বোলার?

এমনই অবাক করা দাবি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার। গেইলকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর ইকনমি রেট সুনীল নারাইনের থেকেও ভাল। এ ব্যাপারে তিনি কী বলতে চান? হাসতে হাসতে ক্যারিবিয়ান ব্যাটারের উত্তর, “আসলে কী জানেন, আমার বোলিং অ্যাকশন খুব স্বাভাবিক। এমনিতেই আমায় বোলিং করতে হয়। আমিই সর্বকালের সেরা অফস্পিনার। মুথাইয়া মুরলীধরন এ ব্যাপারে কোনও লড়াইয়েই আসবে না। সেরা ইকনমি রেট আমার। তার ধারেকাছে নেই সুনীল নারাইন।” বলাই বাহুল্য, পুরোটাই মজার ছলে বলেছেন গেল।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে ফেরার পর আর ক্রিকেট খেলেননি গেইল। এবার আইপিএলেও গেইলকে খেলতে দেখা যায় নি। দীর্ঘ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে রয়েছেন গেইল। তবে এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তার দখলেই। ৪৬৩টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৫৬২ রান রয়েছে।

Avatar

Koushik Dutta

X