পার্থ মান্না : গতকাল রাতেই ওড়িশার উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা। সেই থেকেই শুরু দুর্যোগের, প্রায় ১১০-১২০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সাথে প্রবল বৃষ্টি হয়েই চলেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্থানীয় মানুষদের সরিয়ে নেওয়া যাওয়া হয় অনত্র। তবে সেই পরিমাণ ক্ষতি হয়নি। যদিও বৃষ্টি কমার নামই নিচ্ছে না। কলকাতা থেকে শুরু করে উপকূলের দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় একনাগারে বৃষ্টি হয়েই চলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বৃষ্টি থামবে কখন? চলুন দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে কি বলছে আবহাওয়া দফতর।
দানার জেরে ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে
ঠিক যেমনটা বলেছিল আবহওয়া দফতর, সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হয়েই চলেছে। একইসাথে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া থেকে বাঁকুড়াতেও অতিভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে বিগত ২৪ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার এলাকায়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রায় ৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সাগরদ্বীপে ৮৯.৬ মিলিমিটার ও হলদিয়ায় ৮০ মিলিমিটার হয়েছে বলে জানা গিয়েছে।
ভারী বৃষ্টির জেরে বিধস্ত কলকাতা
কলকাতায় বৃষ্টি বেশি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার ছবি নতুন কিছু নয়। আর দানার জেরে একটানা বৃষ্টি হতেই তার ব্যতিক্রম হল না। এসএসকেএম হাসপাতাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জল ঢুকেছে দেখা যাচ্ছে। যার জেরে রোগীদের পরিজনদের ভোগান্তি বেড়ে গিয়েছে। এমনকি কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের বাইরেও জল জমে গিয়েছে। এছাড়া ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু করে বেহালার রাস্তাতেও জল জমতে দেখা যাচ্ছে।
কবে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে?
গোটা দক্ষিণবঙ্গের কোথাও লাল সতর্কতা তো কোথাও কমলা তো কোথাও আবার হলুদ। বৃষ্টি হয়েই চলেছে তবে সকলের প্রশ্ন এই বৃষ্টি থামবে কবে? এইমুহূর্তে যেমন্টাজনা যাচ্ছে প্রায় ৫০-৬০ কিমি বেগে হাওয়ার সাথে বৃষ্টি চলবে। আগামীকাল অৰ্থত শনিবারেও আবহাওয়া কমবেশি একই রকম থাকবে বলে আশা করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
শেষ পাওয়া আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ থেকে নদীয়া জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। রবিবারেও কমবেশি আবহাওয়া একই রকম থাকতে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। তবে দক্ষিণে বৃষ্টির খেলা জারি থাকলেও উত্তরে বৃষ্টির পরিমাণ প্রায় নেইবললেই চলে। আগামীকাল উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।