পার্থ মান্নাঃ গতকাল রাত্রি ১১ টা বেজে ১২ মিনিটেই শুরু হয়েছে ঘুর্নিঝড় দানার ল্যান্ডফলের পক্রিয়া। আবহাওয়াবিদদের পূর্বাভাস মত ওড়িশার ধামার ও ভিতরকণিকার মাঝেই আছড়ে পড়েছে সাইক্লোনটি। যার সর্বোচ্চ গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘন্টার। শুক্রবার অর্থাৎ আজ সকাল ৭ টা নাগাদ ল্যান্ডফল পক্রিয়া শেষ হয়ে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে সিস্টেমটি। যার জেরে আজ সারাদিনই প্রায় বৃষ্টি চলবে পশ্চিবঙ্গের দক্ষিণে। কোন কোন জেলায় অতিবৃষ্টির সতর্কতা জারি হল? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর আবহাওয়ার আপডেট।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি হয়েই চলেছে, সাথে রয়েছে এলোমেলো ঝোড়ো হাওয়া। গতকাল রাত্রি পর্যন্ত কলকাতায় ৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে বজ্রবিদ্যুতপাত ও ঝোড়ো হাওয়া চলবে। যার জেরে আবহাওয়া দফতরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বজ্রপাত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যেই এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করাহয়েছে। এছাড়া দক্ষিণের বাকি সমস্ত রাজ্য যথা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের জেলাগুলিতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার ঘূর্ণিঝড়ের প্রভাব কমতেই পরিস্থিতি কিছুটা শুধরাবে। যদিও বৃষ্টি কমছে না। কারণ সারাদিনই প্রায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে ও হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে বলে পূর্বাভাস মিলেছে। এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, সেই কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায় ভাটি বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। যার জেরে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।